শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল টিভি বিক্রি: ৭ দোকানীকে ১৩ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: টেলিভিশনসহ অন্যান্য নকল ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রির দায়ে রাজধানীর গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অভিযান চালিয়ে ৭ দোকানীকে ১৩ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৩ ও বিএসটিআই’র সহযোগিতায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি জানান, গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে সনি, স্যামসাং, প্যানাসনিক, ডেল, কনকা ও নিপ্পন ব্র্যান্ডের নামে নকল টেলিভিশন বিক্রির অভিযোগ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে অভিযানটি চালানো হয়েছে। অভিযানকালে মক্কা এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, আশা ইলেক্ট্রনিক্সকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সঙ্গীতা ডেলকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, শামীম কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জেবা এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড, ইলেক্ট্রো পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড ও মাষ্টার ইলেক্ট্রনিক্সকে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল টেলিভিশনসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স পণ্য জব্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়