শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘দায়সারা আইনের পরিবর্তন দিয়ে ধর্ষণ বন্ধ হবে না’ : ছাত্র ইউনিয়ন

শরীফ শাওন: [২] বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, ধর্ষণবিরোধী আন্দোলন জোরদার হবার পর প্রধানমন্ত্রী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’র মত দায়সারা সিদ্ধান্ত দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে।

[৩] মঙ্গলবার বিকেলে শাহবাগে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’র সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অনিক রায় একথা বলেন।

[৪] সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মৃত্যুদণ্ড সমাধান নয়, বরং ভুক্তভোগীর জীবনের জন্য হুমকি হতে পারে। আইনটি কার্যকর হলে ধর্ষক নিজ জীবন বাঁচাতে ধর্ষণের আলামত ধংস করতে ভুক্তভোগীকেও মেরে ফেলতে পারে। শাস্তি বৃদ্ধি নয় বরং অপরাধ প্রমাণের বাধাগুলো দুর করে, শাস্তি কার্যকর করতে হবে।

[৬] অধিকাংশ ধর্ষণের ঘটনা বিচার প্রক্রিয়া পর্যন্ত পৌঁছাতেই পারে না। বিচারহীনতার সংস্কৃতি এবং আইনি ও বিচারিক প্রক্রিয়ায় যে অসংখ্য অসঙ্গতি ও জটিলতা আছে তা দূর না করে সরকার মূলা ঝুলানো রাজনীতির আশ্রয় নিচ্ছে।

[৭] সংবাদ সম্মেলনে তারা বলেন, সরকারের বিভিন্ন অঙ্গ এবং সরকারি দলের অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা যে অপরিসীম ক্ষমতার চর্চা, পুলিশ বাহিনীর অসহযোগিতা ও খারাপ আচরণ ও আদালতে ভুক্তভোগির নিজের চারিত্রিক পবিত্রতা প্রমাণ করতেই হিমশিম খেতে হয়।

[৮] এসময় ৯ দফার আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৬ ও ১৭ অক্টোবর শাহবাগ থেকে নোয়াখালী পর্যন্ত পূর্ব ঘোষিত লংমার্চ পালনের কথা জানানো হয়।সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়