শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপনী সংস্থা এ্যাডকমের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

সুজন কৈরী: রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোডে অবস্থিত বিজ্ঞাপনী সংস্থা এ্যাডকম লিমিটেডের বিরুদ্ধে ৫ কোটি ৭৬ লাখ টাকার ভ্যাট ফাঁকির মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি করেছে ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দার তদন্তে ফাঁকির বিষয়টি উদঘাটিত হয়। গত বছরের ১৪ এপ্রিল ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক খাজাহ আহমেদ তালুকদারের নেতৃত্বে একটি দল ওই বিজ্ঞপনী সংস্থার অফিসে এ অভিযান চালায়। ওই সময় আভিযানিক দল প্রতিষ্ঠানের বাণিজ্যিক দলিলাদি জব্দ করে।

ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ বলছে, অনুসন্ধানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা যথাযথভাবে সরকারী কোষাগারে জমা দেয়নি। দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করছিল। হিসাব অনুযায়ী সেবা বিক্রির বিপরীতে বিজ্ঞাপন বাবদ প্রতিষ্ঠানটি ভ্যাট ফাঁকি দিয়েছে ২ কোটি ৩৩ লাখ টাকা। অন্যদিকে স্থাপনার ভাড়ার উপর ভ্যাট পরিহার করা হয়েছে ১ লাখ ১১ হাজার টাকা। সেই সঙ্গে উৎসে কর্তনযোগ্য ভ্যাট ফাঁকি হয়েছে ৪১ লাখ ৫০ হাজার টাকা। বিভিন্ন খাতে বিজ্ঞাপনী সংস্থা এ্যাডকম মোট ভ্যাট ফাঁকি দিয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকা।

ভ্যাট আইন অনুযায়ী সময়মতো ভ্যাট পরিশোধ না করায় মাসিক ২ শতাংশ হারে সুদ হিসেবে আদায়যোগ্য ২ কোটি ৮১ লাখ টাকা। বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে মোট ৫ কোটি ৭৬ লাখ টাকা ফাঁকির অভিযোগ আনা হয়েছে।

ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ আরও জানায়, তদন্তকালে প্রতিষ্ঠানের ব্যবসায়ীক কার্যক্রম ২০১৩ থেকে ১৪ থেকে ২০১৭ থেকে ১৮ পর্যন্ত পাঁচ বছরের হিসাব আমলে নেয়া হয়েছে। জব্দকৃত দলিলাদির সঙ্গে সংশ্লিষ্ট ভ্যাট সার্কেলে দাখিলকৃত ভ্যাট রিটার্নের সঙ্গে আড়াআড়ি যাচাই ও দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়। মামলাটি নিষ্পত্তির জন্য ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ঝুঁকিপূর্ণ ব্যবসা হিসেবে চিহ্নিত করে কঠোর নজরদারিতে আনার জন্য অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়