শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে ৪ ডাকাতসহ ৮জন গ্রেপ্তার

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের পেশাদার ৪ সদস্যসহ ৮জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো, মাদারীপুর সদর উপজেলার কলাতলা পুরান বাজার এলাকার মো. লিটন মাতুব্বরের ছেলে আশিক মাতুব্বার (২৪), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের মিনহাজ উদ্দিন শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২নং বেপারী পাড়ার আজহার সরদারের ছেলে আ. কাদের সরদার (৪১) ও দৌলতদিয়া যৌনপল্লী এলাকার সোনাই শেখের ছেলে মুন্না শেখ (১৮)। এছাড়া বিভিন্ন মামলায় নারীসহ পলাতক ৪ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

[৪] থানা পুলিশ সূত্র জানায়, উপজেলা দৌলতদিয়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ডাকাতি মামলার আসামি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আশিক, জাহাঙ্গীর আলম ও আ. কাদের সরদারকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার মুন্নাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ অন্যান্য মামলার পলাতক ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২জন নারী রয়েছে।

[৫] এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়