শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১২:২৪ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে জাপান

কূটনৈতিক প্রতিবেদক: [২] সোমবার বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদকে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইচিরো ওয়াশিয়ো বলেন, জাপান সর্বদা বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

[৩] এ সময় তারা বাংলাদেশে জাপানি সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

[৪] রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র এবং উন্নয়নের একনিষ্ঠ অংশীদার।

[৫] তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে জাপানের উন্নয়নের মডেল অনুসরণে গড়ে তুলতে চেয়েছিলেন। জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক, উন্নত ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।

[৭] এদিকে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বাংলাদেশকে সমর্থন অব্যাহত রেখেছে জাপান। উভয় দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া-বিনিময় আরও গভীর করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

[৮] তিনি বলেন, গত এক বছরে বিভিন্ন উচ্চ পর্যায়ের মতবিনিময় এবং আলোচনাগুলোতে অনেক অগ্রগতি হয়েছে। এই মহাদুর্যোগের সময়েও মহামারির বিরুদ্ধে লড়াইয়ে জাপান বাংলাদেশকে সমর্থন অব্যাহত রেখেছে।

[৯] বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, আগস্টে জাপান বাংলাদেশকে কোভিড-১৯ সংকট মোকাবেলায় প্রায় ৩৩ কোটি মার্কিন ডলা ঋণ দেওয়ার চুক্তি স্বাক্ষর করেছে। স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসা সরঞ্জাম এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে জরুরি সহায়তা দিয়েছে।

[১১] বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টিরও বেশি জাপানি সংস্থা কাজ করছে। জাপানের সরাসরি বিনিয়োগও গত ৮ বছরে দ্বিগুণ হয়েছে।
সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়