শিরোনাম

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসন্ন ডিসেম্বরেই চূড়ান্ত হবে আইসিসির চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক : [২] শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর থেকে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের আসন এখন ফাঁকা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ ব্যক্তি নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। এর জন্য কয়েকবার আনুষ্ঠানিক বৈঠক করেও, কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারেনি। তবে এবার সবকিছু চূড়ান্ত উদ্যোগ নিয়েছে আইসিসি।

[২] এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আসন্ন ডিসেম্বরের প্রথম দিকেই নতুন চেয়ারম্যান নির্বাচন করা হবে। এর জন্য ১৮ অক্টোবরের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নাম জমা দিতে সদস্য দেশগুলোকে জানিয়েছে আইসিসি।

[৩] বর্তমান বোর্ড ডিরেক্টরদের মধ্য থেকেই এই নাম প্রস্তাব করতে হবে। তবে কোন পদ্ধতিতে এই নতুন চেয়ারম্যান নির্বাচন করা হবে সেটি এখনও নিশ্চিত হয়নি। এই বিষয়টি নির্ধারণ করবেন আইসিসির স্বাধীন অডিট কমিটির একজন চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিটি।

[৪] আইসিসির সংবিধান অনুসারে চেয়ারম্যান নির্বাচন করা যাবে বর্তমান অথবা সাবেক বোর্ড ডিরেক্টর মধ্য থেকে। প্রথম বর্তমান বোর্ড ডিরেক্টরদের মধ্য থেকে নাম প্রস্তাব করতে হবে। না হলে, দ্বিতীয়ত সাবেক বোর্ড ডিরেক্টরে নাম প্রস্তাব করা যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়