শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ দলের টুর্নামেন্টে দেশী খেলোয়াড়দের সুযোগ দেওয়াই মূল লক্ষ্য : পাপন

রাহুল রাজ : [২] তিন দলের নতুন আয়োজন বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষে কর্পোরেট টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

[৩] ৫ দলের সেই টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের আনার পরিকল্পনা শোনা যাচ্ছে বেশ কদিন ধরেই। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এটার বিপক্ষে। তার মতে দেশি খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ না দিয়ে খামোখা বিদেশিদের আনার মানে হয় না।

[৪] সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি বস জানান, বিদেশি খেলোয়াড়ের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। কেউ বলছে দেশি খেলোয়াড়দের দিয়েই খেলাতে। তাহলে তারা বেশি সুযোগ পাবে।

[৫] দল মাত্র ৫টা, থাকবে ৭৫ জন খেলোয়াড়। তাদের মধ্যে আবার ২০ জন খেলতে পারবে না। বিদেশি দুইজন করে নিলেও তো আরও ১০ জন কমে যাবে। আমরা দেখছি যেটা ভালো হয়। আমরা নিশ্চিত করতে চাচ্ছি, বিদেশিদের আনতে পারলে ভালো কিন্তু ওদের যে আনতেই হবে এমন কোনো ব্যাপার না।

[৬] তাই আমি বলতে চাচ্ছি যে, খামোখা বিদেশি খেলোয়াড় এনে আমার দেশের ভালো খেলোয়াড়দের বসিয়ে রাখার মানে হয় না। আর ওদেরকে বেশি টাকা দেওয়ারও মানে নেই।

[৭] তিনি আরও বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হলো দেশি খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেওয়া। আর জৈব-সুরক্ষা বলয় নিশ্চিত করতে পারছি কিনা। এগুলোই আসল উদ্দেশ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়