শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই বিমানবন্দর থেকে ফেরত ১০৪ বাংলাদেশি, ফ্লাই দুবাইকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে করে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাওয়া ১০৪ প্রবাসী বাংলাদেশিকে দুবাই বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। আমিরাতের ইমিগ্রেশন নীতি না মেনে তাদেরকে সেখানে নিয়ে গেছে ফ্লাই দুবাই। সে কারণেই গতকাল রোববার তাদের ফেরত পাঠানো হয়েছে।

ফেরত আসা যাত্রী ও ফ্লাই দুবাই কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের পর উড়োজাহাজ কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ বাবদ আগামী ১৮ অক্টোবরের মধ্যে প্রত্যেক যাত্রীকে টিকিটের টাকা ফেরতসহ আনুষঙ্গিক খরচ বাবদ অতিরিক্ত সাড়ে তিন হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। এক ফেসবুক পোস্টে ম্যাজিস্ট্রেটস অল এয়ারপোর্টস অব বাংলাদেশ বিষয়টি জানিয়েছে।

ইতোমধ্যে এ নির্দেশ বাস্তবায়নে লিখিতভাবে প্রতিশ্রুতিও দিয়েছে ফ্লাই দুবাই।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে করে ১০৪ জন যাত্রী দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। তাদের মধ্যে ৫১ জন ঢাকা থেকে একটি ফ্লাইটে এবং ৫৩ জন চট্টগ্রাম থেকে আরেকটি ফ্লাইটে রওনা দেন। এই ১০৪ জনের বেশিরভাগই অভিবাসী শ্রমিক।

বাংলাদেশি প্রবাসীরা দুবাই থেকে সড়ক পথে সংযুক্ত আরব আমিরাত ও আবুধাবির পূর্বাঞ্চলীয় আল আইন শহরে যাওয়ার কথা ছিল।

ফেরত আসা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে করা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতের তদন্তে পাওয়া গেছে, যাত্রীদের ফেরত আসার পেছনে ফ্লাই দুবাইয়ের দায়িত্বে অবহেলাই দায়ী। যদি উড়োজাহাজ কোম্পানিটি সঠিকভাবে আমিরাতের ইমিগ্রেশন নীতি অনুসরণ করত, তাহলে এই যাত্রীদের দুবাইগামী ফ্লাইটে উঠার কথা ছিল না।

সূত্র : ডেইলি স্টার বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়