শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৌহিদ হৃদয়-ইরফানের জোড়া অর্ধশতে শান্তদের চার উইকেটে জয়

ডেস্ক রিপোর্ট : বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ একাদশকে ৪ উইকেটে হারাল নাজমুল হোসেন শান্তর দল। রবিবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে রিয়াদদের দেয়া ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শান্তর দল ৪১.১ ওভারে জয় তুলে নেয়। দলটির জয়ের নায়ক তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর। হৃদয় ৫২ রান করে আউট হলেও ৫৬ রান করে অপরাজিত থাকেন ইরফান।

এদিন শান্তর দল ব্যাট করতে নেমে দলীয় ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। পরে ইরফান শুক্কুর ও তৌহিদ হৃদয় ১০৫ রানের জুটি গড়েন। দলীয় ১৮৪ রানে হৃদয় আউট হয়ে গেলে নাঈম হাসানকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করে আসেন ইরফান। মাহমুদউল্লাহ একাদশের বোলারদের মধ্যে ইবাদত হোসেন ৩টি, মাহমুদউল্লাহ ১টি, রাকিবুল হাসান ১টি ও আমিনুল ইসলাম ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ইমরুল কায়েস।

দলটির পক্ষে ইনিংস শুরু করেন দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। ৩ ওভার ব্যাট করার পরই বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এ সময় কোনো উইকেট না হারিয়ে ১৭ রান করে মাহমুদউল্লাহ একাদশ। ৪২ মিনিট খেলা বন্ধ থাকে। পরবর্তীতে খেলা শুরু হলে বিপদেই পড়ে মাহমুদউল্লাহ একাদশ। পরের ১৩ বলে মাত্র ৪ রানে উপরের সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা।

লিটন ১১ রান করে নাজমুল একাদশের পেসার তাসকিন আহমেদের ও মুমিনুল হক খালি হাতে আল-আমিন হোসেনের শিকার হন। ৯ রান করে রান আউট হন নাঈম। ২১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়েন ইমরুল ও মাহমুদউল্লাহ। দলীয় ১৬০ রানে সপ্তম উইকেট হারায় মাহমুদউল্লাহ একাদশ। সোহানকে ১৪ রানে থামান অধিনায়ক শান্ত। আর মাহমুদউল্লাহ ও সাব্বিরকে বিদায় করেন মুকিদুল ইসলাম মুগ্ধ। মাহমুদউল্লাহ ৮২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করেন। সাব্বিরের ব্যাট থেকে আসে ২২ রান।

নাজমুল একাদশের তাসকিন ৩৭ রানে ২টি, আল আমিন ৪০ রানে ২টি ও মুগ্ধ ৪৪ রানে ২টি করে উইকেট নেন। এছাড়া নাঈম হাসান ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৪ উইকেটে জয়ী নাজমুল একাদশ।

মাহমুদউল্লাহ একাদশ: ১৯৬/১০ (৪৭.৩ ওভার)

(মাহমুদউল্লাহ ৫১, ইমরুল ৪০, সাব্বির ২২; তাসকিন ২/৩৭, আল আমিন ২/৪০, মুগ্ধ ২/৪৪)।

নাজমুল একাদশ: ১৯৭/৬ (৪১.১ ওভার)

(সৌম্য ২১, শান্ত ২৮, হৃদয় ৫২, ইরফান ৫৬*; ইবাদত ৩/৪৬, মাহমুদউল্লাহ ১/২৭, রাকিবুল ১/৩৩, আমিনুল ১/৩১)।
সূত্র- ঢাকাটাইমস২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়