শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ-মানববন্ধন

শিমুল মাহমুদ: [২] রোববার রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সঙ্গে যোগ দেন অনেক অভিভাবকরাও। তাদের একটাই দাবি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে।

[৩] আন্দোলনকারী মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাসেল বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা রাস্তায় নেমেছি।

[৪] ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন নিপীড়নের প্রতিবাদে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কার্টুন ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

[৫] আন্দোলনকারী বলেন, এমন একটা দেশের জন্য মহান মুক্তিযুদ্ধ হয়নি। বার বার শাসক গোষ্ঠীর হাতে ধর্ষণ হতে হয় আমাদের মা-বোনদের। আমরা আজও স্বপ্ন দেখি এমন একটি রাষ্ট্রের যেখানে নারী-পুরুষ সমানভাবে ঘুরবে, কেউ কাউকে নির্যাতন করবে না। আর সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

[৬] সমাজতান্ত্রিক ছাত্রফন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাজিব বলেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ করতে উৎসাহ দেয়। যতদিন ধর্ষকদের বিচার না হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

[৭] পূর্বঘোষণা অনুযায়ী উত্তরার বিএনএস সেন্টারের সামনে মানবন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের বিচারের দাবিতে ‘মানুষ তুমি চুপ কেন? ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’ ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

[৮] সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। মিছিলটি গেন্ডা পর্যন্ত গিয়ে শেষ হয়। ফলে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়