শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন সাইবার কমান্ডের হামলায় রুশ গ্যাং সাইবার ক্রিমিনাল ‘ট্রিকবটে’র ১০ লাখ কম্পিউটার অকেজো

রাশিদুল ইসলাম : [২] রুশ সাইবারক্রিমিনাল হিসেবে পরিচিত এসব হ্যাকার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভোটার রেজিস্ট্রেশন অফিসে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল। তারা নির্বাচনে কারচুপি অথবা বড় ধরনের নিয়ন্ত্রণ আনতে চেয়েছিল এবং এ কারণেই মার্কিন সাইবার কমান্ড তাদের ওপর আগেভাগেই হামলা চালিয়েছে। ডেইলি মেইল/ওয়াশিংটন পোস্ট

[৩] রুশ সাইবার ক্রিমিনালরা যাতে ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্যে মার্কিন সাইবার কমান্ড এধরনের অভিযান অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নির্দেশে এ অভিযান শুরু হয়েছে।

[৪] পূর্ব ইউরোপের বাইরে থেকে এসব রুশ সাইবারক্রিমিনালরা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনার মাধ্যম হিসেবে ব্যবহৃত কম্পিউটার থেকে তথ্য চুরি ও অপারেটরদের বিভ্রান্ত করার চেষ্টা করে।

[৫] ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি অফিসাররা আশঙ্কা করছেন যে নির্বাচনের দিন স্থানীয় ভোটার নিবন্ধকরণের অফিস বা এসম্পর্কিত ব্যবস্থাগুলোতে মুক্তিপণ চেয়ে হামলা চালাতে পারে রুশ হ্যাকাররা এবং এরফলে নির্বাচনের দিন বিভ্রান্তি ছাড়াও ভোটারদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে।

[৬] যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ও সাইবার কমান্ড মার্কিন নির্বাচনে এধরনের সাইবার হামলা যাতে না ঘটে এজন্যে আগাম প্রস্তুতির অংশ হিসেবেই রুশ হ্যাকারদের ওপর এ হামলা চালানো হয়েছে। এ হামলার নেতৃত্ব দেন জেনারেল পল ন্যাকসন। এছাড়া প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা এ্যালেক্স হোল্ডেন বিষয়টির সার্বিক তদারকি করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়