শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় ঝিমিয়ে পড়েছে ট্রাক ড্রাইভার হত্যা মামলা

এইচ এম শাহনেওয়াজ: [২] রাজশাহীর পুঠিয়ায় রহস্যজনক কারণে চাঞ্চল্যকর ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে হত্যা মামলা ঝিমিয়ে পড়েছে।

[৩] ভূক্তভোগী পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের ঘটনা ও মামলা দায়েরের ২৩ দিন অতিবাহিত হলেও মূল আসামিদের আটক করতে পারেননি থানা পুলিশ। এতে করে ভূক্তভোগী পরিবার এই মামলায় সঠিক বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

[৪] নিহতের স্ত্রী ও হত্যা মামলার বাদী নারগিস বেগম বলেন, আমরা খুবই গরীব মানুষ। পরিবারে ৫ জন সদস্যের একমাত্র উপার্জনকারী ছিলো আমার স্বামী। আমার স্বামী মূমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হলে সেখানে মারা যায়। পরে ওই রাতেই পুলিশ সন্দেহজনকভাবে ৫ জনকে আটক করেছেন। পরের দিন ১৯ সেপ্টেম্বর সকালে পুলিশ আটককৃত ৫ জনকে এই হত্যা মামলার আসামি করে জেল-হাজতে পাঠিয়ে দেন। এরপর থেকে পুলিশ আর কোনো আসামিকে আটক করতে পারেননি। এই অবস্থায় পরবর্তিতে মামলায় আমি সঠিক বিচার পাবো কিনা তা বলতে পারছি না।

[৫] নিহতের প্রতিবেশী পুঠিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বকর বলেন, ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে হত্যার বিচার চায় তার পরিবার। অথচ কথিত শ্রমিক নেতারা একটি মাধ্যমে মীমাংসা করার পায়তারা করছেন। অপরদিকে, মামলার তদারকি নিয়ে থানা পুলিশের ভূমিকাও রহস্যজনক। এতে ভূক্তভোগি পরিবার সঠিক বিচার পাবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

[৬] মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হাশমত আলী বলেন, আমাদের পক্ষ থেকে মামলার তদন্ত বা আসামিদের আটকের বিষয়ে কোনো গাফিলতি করা হচ্ছে না। আমরা নিয়মিত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করণ ও তালিকাভূক্ত আসামিদের আটকের বিষয়ে তৎপর রয়েছি। ইতোমধ্যে আমরা ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছি।

[৭] উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে আবু তালেব মাল বোঝাই ট্রাক নিয়ে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে পুঠিয়া সদরের দিকে আসছিল। পথে তাহেরপুর এলাকায় আসামাত্র ট্রাকের চাপায় ছাগল মারা যায়। এ ঘটনায় ওই এলাকার ২০-২৫ জনের একটি দল মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধাওয়া করে পুঠিয়ার বাসুপাড়া এলাকায় আটক করে। সে সময় হেলপার পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করলেও তারা ট্রাক চালক আবু তালেবকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন ট্রাক চালক আবু তালেবকে মুমূর্ষ অবস্থায় পুঠিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ট্রাক চালকের স্ত্রী বাদী হয়ে ১৩ জনের নামে ও আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকায় ৫ জনকে আটক করেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়