শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণা মামলায় রিজেন্টের সাহেদ চার দিনের রিমান্ডে

রাজু চৌধুরী : [২] রোববার (১১ অক্টোবর) দুপুরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তোলা হলে আদালত এ আদেশ দেন। বাদিপক্ষের আইনজীবী ধীতিমান আইচ বলেন, আদালতে ১০ রিমান্ড চাওয়া হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

[৩] এর আগে সাহেদকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালতে তোলা হয়। আদালতে গ্রেফতার দেখানো হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে শুনানির জন্য সিএমএম শফি উদ্দিনের আদালতে পাঠিয়ে দেওয়া হয়।চলতি বছরের ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ও শহীদুল্লাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ৯১ লাখ ২৫ হাজার টাকা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুদ্দিন মহসীন।

[৪] ওই মামলায় সাহেদের বিরুদ্ধে নগদ ৩২ লাখ এবং চেকের মাধ্যমে ৫৯ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়। ঢাকায় ২০০টি তিন চাকার গাড়ি নামানোর অনুমোদন সরকার থেকে নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে সাহেদ এই টাকা হাতিয়ে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ঢাকায় ২০০টি তিন চাকার গাড়ি নামানোর অনুমোদন নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর প্রতারক সাহেদ একটি অনুমোদনও নিয়ে দেন। কিন্তু সেটিও ছিল ভুয়া। চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ের ধনিয়ালাপাড়ার মেগা মোটরর্সের মালিক জিয়াউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে তার চাচাতো ভাই সাইফুদ্দিন মহসীন মামলাটি দায়ের করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়