শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাসপাতাল থেকে ফিরে প্রথম জনসমক্ষে ট্রাম্প, চীনা ভাইরাস থেকে রক্ষার ঘোষণা

সালেহ্ বিপ্লব: [২] কোভিড আক্রান্ত হয়ে তিনদিন হাসপাতালে কাটানোর পর এই প্রথম জনসমাগমে ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ব্যালকনি থেকে বাইরের লনে সমবেত জনতার উদ্দেশ্যে কথা বলেন তিনি। বিবিসি, আলজাজিরা, স্পুটনিক

[৩] নিরাপত্তার কারণ দেখিয়ে জনসমাগম সীমিত রাখা হয়। তার প্রচার দপ্তর থেকে এটিকে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ বলা হয়েছিলো। তবে সমালোচকরা সোজাসাপটা বলেছেন, আসলে নির্বাচনী সমাবেশ করলেন প্রেসিডেন্ট।

[৪] ব্লেক্সিট নামের একটি ফাউন্ডেশন এ সমাবেশের আয়োজক। সংগঠনটি কৃষ্ণাঙ্গ ও ল্যাটিনদের ভোটারদের রিপাবলিকান দলের পক্ষে ঐক্যবদ্ধ করতে চাইছে।

[৫] বক্তৃতা শুরুর আগে মাস্ক খোলেন ট্রাম্প। জনতার উদ্দেশ্যে বলেন, আব্রাহাম লিংকনের পর আমিই সবচেয়ে বেশি কাজ করেছি কৃষ্ণাঙ্গদের জন্য।

[৬] নভেল করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে ট্রাম্প বলেন, এটি দূরীভূত হওয়ার পথে। অবশ্য সিডিসির তথ্যমতে, এদিন যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণের সংখ্যা ৫৮ হাজার ৩০২। ট্রাম্প সে পরিসংখ্যানে না গিয়ে বললেন, যুক্তরাষ্ট্রের মানুষ সাহসিকতার সঙ্গে করোনা মোকাবেলা করেছে। মানুষ এটাকে খুব একটা গুরুত্ব দেয় না। তিনি বলেন, খুব শিগগিরই ভ্যাকসিন আসবে।

[৭] তিনি বলেন, উন্নত বিজ্ঞান এবং চিকিৎসা শক্তি দিয়ে চায়না ভাইরাসকে নির্মূল করবে আমেরিকানরা। এ প্রসঙ্গে তিনি অতীতের সঙ্গে তুলনা করে বলেন, তার আমলেই স্বাস্থ্যসেবা  সবচেয়ে ভালো অবস্থায় আছে।

[৮] আর যথারীতি বাইডেনকে কচুকাটা করার মতোই ডেমোক্রেটদের কাজকর্মের সমালোচনা করেন রিপাবলিকান দল থেকে আবারও নির্বাচনে অংশ নেয়া এই প্রেসিডেন্ট।

[৯] ট্রাম্প দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বললেও তার সমালোচকরা বলছেন, তিনি কোভিড নিয়ে বিশৃঙ্খলা করছেন। তিনি সুস্থ কি না, জনসমক্ষে আসতে পারেন কি না, প্রশ্ন তুলেছেন বিরোধীপক্ষ এবং অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়