শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মরক্ষার কৌশল শিখছে চার জেলার কন্যা শিশুরা

ডেস্ক রিপোর্ট: আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। দেশের সাম্প্রতিক ধর্ষণ, নারী নির্যাতন এবং শিশু নিপীড়নের ঘটনা যখন বেড়েই চলেছে, ঠিক সে সময় উত্তরের চারটি জেলায় কন্যা শিশুদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে কয়েকটি উন্নয়ন সংস্থা।

এই মুহূর্তে দেশের গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজপথের আলোচিত বিষয় ধর্ষণবিরোধী আন্দোলন। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং নেটজ বাংলাদেশের কারিগরি সহায়তায় চাপাঁইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জের মোট ৩২টি স্কুলে কন্যা শিশুদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ চলছে।

সরেজমিনে চারটি জেলার এই আত্মরক্ষামূলক কর্মসূচি দেখা যায়। এই প্রশিক্ষণ নেওয়ার পর স্কুলপড়ুয়া কন্যা শিশুদের যেমন বেড়েছে আত্মবিশ্বাস, ঠিক তেমনি শুরু হয়েছে নিজেদের রক্ষার জন্য প্রস্তুতি।
নাচোলের দুলাহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সানোয়ারা সাহস করে কারো সাথে কথা বলতে পারতো না একসময়। বাইরে একা বের হতে ভয় পেতো। সেই সানোয়ারা এখন কারো সাথে কথা বলতে বা বাইরে একা বের হতে ভয় পায় না। তার জীবনে যেন এক নতুন অধ্যায় শুরু হয়েছে আত্মরক্ষা প্রশিক্ষণের মাধ্যমে।

সানোয়ারা বলে, এখন আমি আর কোনো কিছু ভয় করি না। এখন নিজেকে যেকোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারবো এবং অন্যকেও রক্ষা করতে পারবো।

নাচোলসহ আশেপাশের এলাকার ৩২টি স্কুলের শিক্ষার্থী অংশ নিয়েছেন নির্যাতন ও নিপীড়নের বিপক্ষে এই প্রশিক্ষণে। শুধু সানোয়ারা নয়, দুলাহার স্কুলে আত্মরক্ষা প্রশিক্ষণ নিয়ে নির্যাতনের প্রতিবাদ শুরু করেছেন অনেক শিক্ষার্থী।

বাল্যবিয়ে, যৌন নিপীড়ন, লিঙ্গ বৈষম্য, অপুষ্টি, কন্যা শিশুর প্রতি অসচেতনতা যখন চারিদিকে ঘিরে ধরেছে, ঠিক তখনি প্রত্যন্ত অঞ্চলের কন্যা শিশুদের নতুন জীবনের আলোর পথ দেখাতে শুরু করেছে এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণ।

উন্নয়ন সংস্থা ডাসকোর কর্মকর্তা মাহবুব হোসেন জানান, আত্মরক্ষামূলক প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা আর ভীত নেই। তারা ভয়কে জয় করেছে। এখন আর মুখ লুকিয়ে না থেকে অন্যায়ের প্রতিবাদ করছে। অভিভাবকরাও বুঝতে পারছেন মেয়েরা কোনো অংশে কম নয়। মেয়েরা যে যৌন হয়রানির শিকার হয়, তা কমানোর জন্যই মূলত এই প্রশিক্ষণ।

আগামীতে এই প্রশিক্ষণের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন চারটি জেলায় এই কর্মসূচি চলছে। সামনে এর সংখ্যা আরও বাড়াতে চাই। দেশের বিভিন্ন জায়গায় আমরা এই প্রশিক্ষণ ছড়িয়ে দিতে চাই। উত্তর-পশ্চিমের স্কুলগুলোতে চলা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন প্রায় ৬৪০ জন কিশোরী।

বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া খাতুন বলেন, আগে আমি জানতাম না নিজেকে রক্ষা করতে। কিন্তু আজ আমি পরিপূর্ণভাবে প্রশিক্ষিত হয়েছি। রাস্তায় চলাফেরার সময় আমরা মেয়েরা নানা রকম দাঙ্গার স্বীকার হয়। সমাজে প্রতিনিয়ত ছোট হই। কিন্তু আজ আমাদের দেখে সবাই বুঝতে পারছে, আমরা একটা প্রশিক্ষণ নিয়েছি। আমরা এখন নিজেকে রক্ষা করতে পারবো। সুতরাং আমি আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু করেছি।

অভিভাবক চম্পা বেগম বলেন, তাদের ভেতরে যে একটা জড়তা ছিল, এই আত্মরক্ষা প্রশিক্ষণ পেয়ে তাদের আর জড়তা নেই। তারা কথা বলতে শিখেছে, তারা প্রতিবাদ করা শিখেছে এবং বখাটে ছেলেদের হাত থেকে তারা নিজেকে রক্ষা করার সুযোগ পেয়েছে।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা বলেন, সরকারিভাবে আমরা যেখানে পৌঁছাতে পারছি না, ডাসকো সেখানে কিছুটা অংশ হলেও কভার করছে। তারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করার সুবাদে সে সব জায়গাগুলোতে পৌছাচ্ছে এবং বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রাখছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও নেটস বাংলাদেশের কারিগরি সহায়তায় এই প্রশিক্ষণ নিয়ে সানোয়ারার মতো অনেকেই নিজের পাড়া প্রতিবেশিকে শেখাচ্ছে আত্মরক্ষার এই প্রশিক্ষণ।

আত্মরক্ষার প্রশিক্ষক সম্পা আক্তার বলেন, সব ধরনের অন্যায় ও নির্যাতনের হাত থেকে বাচঁতে আমরা এদের প্রস্তুত করছি। এরাই আগামীর সবুজ বাংলাদেশ। আর এভাবেই ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুলপড়ুয়া কিশোরীদের অদম্য সাহস আর উঠে আসা সব ধরনের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ।

নেটজ বাংলাদেশের কর্মকর্তা সারা খাতুন বলেন, এই কর্মসূচির ফলে নারীরা নিজেদের আত্মবিশ্বাস ও নিজেদের রক্ষার পাশাপাশি কন্যা শিশুদের নিজের পায়ে দাড়ানোর স্বপ্ন দেখাচ্ছে। উত্তরে চারটি জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগা,পাবনা ও সিরাজগঞ্জে কিশোরীদের মধ্যে এগিয়ে চলার আলো ফুটতে শুরু করেছে এই প্রশিক্ষণ নেওয়ার পর থেকে। এতে করে সামগ্রীক উন্নয়নে এগিয়ে যাবে। তবে এই কর্মসূচি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

এই আত্মরক্ষামূলক কর্মসূচি বাস্তবায়নকারী সংগঠন ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আকরাম জানান, বাংলাদেশের অন্যতম বাল্যবিবাহ ও নারী নির্যাতনপ্রবণ এলাকা চাপাঁইনবাবগঞ্জের যে সমস্ত স্কুলে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে, সে সমস্ত এলাকার সামগ্রিক পরিবর্তন লক্ষ করা যায়। বিশেষ করে এই সব স্কুলপড়ুয়া কিশোরীরা এখন কলেজ, বিশ্ববিদ্যালয় পার করে নিজের পায়ে দাড়াবার স্বপ্ন দেখছে।

২০১৮ সাল থেকে ৩২টি স্কুলে চলে এই আত্মরক্ষার প্রশিক্ষণ কর্মসূচি।

বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়