শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অশ্লীলতা; নতুন মৌসুমেও বিতর্ক পিছু ছাড়েনি ‘বিগ বস’র

অনলাইন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় রিয়েলিটি শো বিগ বস বরাবরের মতো এবারও আলোচনায়। নানা সময় কুরুচিকর কাজের জন্য এ শো বন্ধের দাবি উঠেছে। কিন্তু বিগ বস বন্ধ হয়নি। বর্তমানে বিগ বসের ১৪তম মৌসুম চলছে। এতে অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছে গত বারের বিজয়ী সিদ্ধার্থ শুক্লাকে। এছাড়াও আছেন গওহর খান ও হিনা খান। কিন্তু সিদ্ধার্থকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশি।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শোয়ে দর্শক টানতে নির্মাতা প্রতিষ্ঠান তাড়াহুড়ো করেই আগের প্রতিযোগীদের নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কিছু এপিসোড পরেও আগের শোয়ে প্রতিযোগীদের আনা যেত- এমনটা মন্তব্য করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিগ বস ১৪ এর যত নাটকীয়তা, আলোচনা এখন বিগ বস ১৩ চ্যাম্পিয়ন সিদ্ধার্থ শুক্লাকে ঘিরেই। সিদ্ধার্থ প্রতিযোগীদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ। সিদ্ধার্থের কারণে দর্শকদের সাথে শুরু থেকেই প্রতিযোগী সংযোগ স্থাপনে ব্যর্থ হয়েছেন। কারণ মনোযোগ আগের প্রতিযোগীর দিকেই বেশি দেওয়া হচ্ছে। অনেক দর্শক এটিকে বিগবসের সিক্যুয়েল হিসেবে আখ্যা দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, দর্শকরা রিয়েলিটি শোয়ের সিক্যুয়েল দেখতে চায়নি। দর্শক টানার জন্য নতুন প্রতিযোগীদের ওপরেই ভরসা করা উচিত ছিল শো কর্তৃপক্ষের।

সিদ্ধার্থকে নিয়ে করা 'সিড আইল্যান্ড' নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এতে নারী প্রতিযোগীদের সিদ্ধার্থের মন জয় করতে বলা হয়। যে নারী প্রতিযোগী সিদ্ধার্থর মন জয় করতে পারবেন তাকে সমর্থন দেবেন সিদ্ধার্থ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়