শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৩:১০ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামরাঙ্গীরচরে সহকর্মীর ছুরিকাঘাতে শ্রমিক খুন

মোস্তাফিজুর রহমান : [২] রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় সহকর্মীর ছুরিকাঘাতে সয়ন হাসান (১৮) নামে শ্রমিক খুন হয়েছেন।

[৩] শনিবার সন্ধ্যার দিকে কামরাঙ্গীরচর হাসান নগরের আপন বুটিকস নামক একটি কারখানায় এ ঘটনা ঘটে। সহকর্মীরা সয়সনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। সয়নকে ছুরিকাঘাত করেছেন তারই সহকর্মী সিরাজ বলে জানিয়েছেন ওই কারখানার অন্য সহকর্মীরা।

[৪] ঢামেকে নিহতের সহকর্মী হৃদয় জানান, হাসান নগর এলাকায় এক নম্বর গলিতে অবস্থিত আপন বুটিকসে কাজ করেন তারা। ওই কারখানার শ্রমিক সিরাজের সঙ্গে কোনো বিষয় নিয়ে সয়নের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজ ক্ষিপ্ত হয়ে সয়নকে ধারালো দিয়ে ছুরি এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

[৫] অপর সহকর্মী ও সয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রাকিব জানান, সয়ন কারখানার আরেকজন শ্রমিককে ডাকার জন্য বলেছিল সিরাজ। ডাকতে কেন বললো- এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে সিরাজ কারখানা থেকে নিচে বের হয়। কিছুক্ষণ পর সয়ন কারখানা থেকে নিচে নামা মাত্রই সিরাজ তাকে বুকের ডান পাশে ও বাম রানে ছুরিকাঘাত করে পালিয়ে যয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

[৬] এদিকে ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সয়নের বোন বৃষ্টি আক্তার। তিনি জানান, তার বাবার নাম বিপুল আহমেদ। তাদের গ্রামের বাড়ি শেরপুরের শ্রী বরদী উপজেলার ভাইডাঙ্গায়। ঢাকায় কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকায় পরিবারসহ থাকেন। ঘটনার বিষয়ে তিনি কিছু জানে না। সয়ন হাসান নগর আদর্শ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি আপন বুটিকসে তিন সপ্তাহ ধরে ৫ হাজার টাকা বেতনে কাজ করতো বলে জানান তিনি।

[৭] ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়