শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে রংপুর রেঞ্জের ডিআইজি চা ও কফি বাগান পরিদর্শন করলেন

খাদেমুল মোরসালিন: [২] নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দৃশ্যমান চা,কফি ও ছোট বিনোদন পার্ক পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য,বিপিএম।

[৩] শনিবার বিকালে উপজেলার নিতাই ইউনিয়নের পাগলার বাজার এলাকায় দৃষ্টিনন্দন চা বাগান পরিদর্শন করে সেখান থেকে কিশোরগঞ্জ উপজেলার বিসমিল্লাহ নার্সারীতে কফি বাগান ও আগর চাষের বাগান পরিদর্শন করেন। নার্সারী দেখে মুগ্ধ হয় ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য,বিপিএমসহ তার পরিবার। ডিআইজি নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান,বিপিএম পিপিএমকে বিসমিল্লাহ নার্সারীর মালিক আব্দুল কুদ্দুসের নার্সারী থেকে কফির চারা নিয়ে জেলা পুলিশ লাইনে রোপনের জন্য নির্দেশ দেন।

[৪] কফির ফল থেকে কিভাবে কফি ডাষ্ট করা হয় সে ব্যাপারে পরামর্শ গ্রহন করেন ডিআইজি ও পুলিশ সুপার। কফি ডাষ্ট করার ব্যাপারে নার্সারীর মালিক আব্দুল কুদ্দুস বলেন,বাসায় কফি তৈরী করা সম্ভব কিন্তু কফির আসল ঘ্রান (ফ্লেভার) বাজারের তুলনায় কম থাকায় ভোক্তা সেটাকে সহজে গ্রহন করতে চায় না। তবে আসল কফি খেতে অত্যান্ত সুস্বাদু।

[৫] কফি বাগান পরিদর্শন শেষে বাহাগিলী ইউনিয়নের বাহাগিলী ঘাটে অবস্থিত ছাইফোনে ছোট পার্ক ও সেখানে চা বাগান পরিদর্শন শেষে নীলফামারীর উদ্দেশ্যে রওয়ানা হয় রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য,বিপিএম ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান,বিপিএম পিপিএম।

[৬] এ সময় উপস্থিত ছিলেন,ডিআইজির পত্নী ও তার ছেলে মেয়ে,নীলফামারী জেলা পুলিশ সুপারের পত্নী, ছেলে মেয়ে আত্মীয়,সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ও কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল প্রমূখ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়