শিমুল মাহমুদ: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্রী ধর্ষণ’ মামলার অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুরসহ সকল ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার দাবিতে শনিবার রাজধানীর শাহবাগ চত্বরে অবরোধ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের একাংশের সাধারণ সম্পাদক সম্পাদক আল মামুন জানান, অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত এ অবরোধ চলবে।
[৩] শনিবার বেলা ৩ টা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু করে মুক্তিযুদ্ধ মঞ্চের (বুলবুল-মামুন) শাখার নেতাকর্মীরা। 'আমার বোন ধর্ষিত কেনো প্রশাসন জাবাব চাই', 'সব ধর্ষক আটক হয়, নূরু কেনো আটক নয়' ‘মুক্তিযুদ্ধের বাংলায় ধর্ষকদের ঠায় নাই’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ নানা স্লোগানে মুখর হয়ে উঠে শাহবাগ মোড়।
[৪] আল মামুন বলেন, সিলেটের এমসি কলেজের ঘটনায় ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। অথচ সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশবিদ্যালয়ের একজন শিক্ষার্থী ধর্ষণের স্বীকার হয়েছে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না!
[৫] এরআগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সেখান থেকে তারা শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন।
[৬] আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি নুরুল হক নুর গংদের গ্রেপ্তার করতে হবে। ঢাবির ছাত্রী ধর্ষণ, নোয়খালীতে নারী ধর্ষণ, সিলেটের এমসি কলেজে গণধর্ষণ,পাহাড়ে আদিবাসী তরুণী ধর্ষণ, ছাত্রফ্রন্টের নেতা কতৃক নিজ তরুণী ধর্ষণ ও সিপিবির নেতা কর্তৃক নেত্রী জলি তালুকদারকে যৌন নিপীড়নসহ সকল ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইবুনালে আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সম্পাদনা: ইকবাল খান