শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিপি নূরের গ্রেপ্তার দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ মুক্তিযুদ্ধ মঞ্চ

শিমুল মাহমুদ: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্রী ধর্ষণ’ মামলার অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুরসহ সকল ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার দাবিতে শনিবার রাজধানীর শাহবাগ চত্বরে অবরোধ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের একাংশের সাধারণ সম্পাদক সম্পাদক আল মামুন জানান, অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত এ অবরোধ চলবে।

[৩] শনিবার বেলা ৩ টা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু করে মুক্তিযুদ্ধ মঞ্চের (বুলবুল-মামুন) শাখার নেতাকর্মীরা। 'আমার বোন ধর্ষিত কেনো প্রশাসন জাবাব চাই', 'সব ধর্ষক আটক হয়, নূরু কেনো আটক নয়' ‘মুক্তিযুদ্ধের বাংলায় ধর্ষকদের ঠায় নাই’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ নানা স্লোগানে মুখর হয়ে উঠে শাহবাগ মোড়।

[৪] আল মামুন বলেন, সিলেটের এমসি কলেজের ঘটনায় ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। অথচ সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশবিদ্যালয়ের একজন শিক্ষার্থী ধর্ষণের স্বীকার হয়েছে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না!

[৫] এরআগে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সেখান থেকে তারা শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন।

[৬] আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি নুরুল হক নুর গংদের গ্রেপ্তার করতে হবে। ঢাবির ছাত্রী ধর্ষণ, নোয়খালীতে নারী ধর্ষণ, সিলেটের এমসি কলেজে গণধর্ষণ,পাহাড়ে আদিবাসী তরুণী ধর্ষণ, ছাত্রফ্রন্টের নেতা কতৃক নিজ তরুণী ধর্ষণ ও সিপিবির নেতা কর্তৃক নেত্রী জলি তালুকদারকে যৌন নিপীড়নসহ সকল ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইবুনালে আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়