শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বয়স্ক ভোটাররা, পিছিয়ে আছেন নানা জরিপে

সিরাজুল ইসলাম: [২] করোনাভাইরাস অতিমারীর প্রভাব পড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। ইপসোস জরিপে দেখা গেছে, ৫৫ বছর এবং চেয়ে বেশি বয়সী ভোটারদের ৪৭ শতাংশ বাইডেনকে এবং ৪৬ শতাংশ সমর্থন করেছেন ট্রাম্পকে। রয়টার্স

[৩] উইসকনসিন রাজ্যে বয়স্ক ভোটারদের সমর্থনে ট্রাম্পকে পেছনে ফেলে ১০ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন বাইডেন। এছাড়া পেনসালভানিয়া, মিশিগান, ফ্লোরিডা ও অ্যারিজোনায় তাদের সমর্থন প্রায় কাছাকাছি। আগের নির্বাচনে ট্রাম্প এ রাজ্যগুলোতে ১০ থেকে ২৯ পয়েন্ট বয়স্ক ভোট জিতেছিলেন।

[৪] ৬১ শতাংশ বয়স্ক ভোটার বলছেন, তারা ট্রাম্পের করোনা পরিস্থিতি সামাল দেয়ার নীতি সমর্থন করেন না। মে মাসে ৪৯ শতাংশ এ কথা বলেছিলেন। ৮৩ শতাংশ বয়স্ক মার্কিনি স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বিগ্ন।

[৫] ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ডেট্রেয়েট নিউজ ও ডব্লিউডিআইভি পরিচালিত জনমত বলছে, মিশিগানে ৪৮ শতাংশ ভোটার বাইডেনকে এবং ৩৯ দশমিক ২ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন। ৬০০ ভোটারের মধ্যে জরিপটি করা হয়। সিএনএন

[৬] গত মাসের ১৫ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত রয়টার্সের জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৬ শতাংশ বাইডেনকে এবং ৩৮ শতাংশ সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। ১৬ শতাংশ ভোটার কাউকে সমর্থন করেননি।

[৭] আগস্টে পরিচালিত সিএনএনের জরিপ বলছে, ৫১ শতাংশ ভোটার বাইডেনকে এবং ৪২ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন।

[৮] বিভিন্ন জনমত জরিপগুলোর ওপর ভিত্তি করে আগস্টে বিবিসি একটি জরিপ করেছে। এতে দেখা গেছে, বাইডেনকে ৪৯ শতাংশ ও ট্রাম্পকে ৪৫ শতাংশ ভোটার সমর্থন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়