শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বগুড়ায় আ’ লীগের পাল্টাপাল্টি কর্মসূচি

বগুড়া প্রতিনিধি: [২] উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সা.সম্পাদক আনোয়ার হোসেন রানার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

[৩] শনিবার বেলা ১১ টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উপজেলা আ’লীগের একাংশসহ অন্যান্য সংগঠন এ মানববন্ধন কর্মসূচি পালন করে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি শফিউল আলম ছবি, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক মুকুল হোসেন প্রমুখ।

[৪] উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাঃ সম্পাদক আনোয়ার হোসেন রানার শাশুড়ি দেলওয়ারা বেগম বাদী হয়ে রানা ও তার স্ত্রী আকিলা সরিফা সুলতানা খানমসহ ৫ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় শতকোটি টাকা আত্মসাৎ করার মামলা দায়ের করে। সেই মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করা হয়।

[৫] অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আরেকাংশ ও অঙ্গ-সহযোগী সংগঠন আনোয়ার হোসেন রানার বহিষ্কার দাবি করে দুপুর ১২ টায় হাইব্রিড বিরোধী বিক্ষোভ মিছিল বের করে।

[৬] পরে উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সাঃ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির প্রমুখ।

[৭] নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির এ প্রতিবেদক-কে বলেন, আ’ লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসুচি পালন করেছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সম্পাদনা: জেরিন আহেমদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়