শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বব্যাংকের দেয়া জিডিপির পূর্বাভাস সংগতিপূর্ণ নয় বলছেন অর্থনীতিবিদরা

মো. আখতারুজ্জামান : [২] চলতি ২০২০-২০২১ অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কত শতাংশ হতে পারে তা নিয়ে তিন সংস্থা তিন ধরনের তথ্য দিয়েছে। এ নিয়ে দেশের অর্থনীতিবিদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন তিনটি সংস্থা গবেষণা করে তথ্য দিয়েছে। তবে তাদের তথ্যে এতো ব্যবধান কেন সেটাই এখন বড় প্রশ্ন।

[৩] তবে কেউ কেউ বলছেন জিডিপির হার নির্ধারণ করা হয় ধারণার ভিত্তিতে। যে সংস্থা যেমন ধারণা করেছে সেই আলোকে প্রতিবেদন দিয়েছে। যদিও বিশ্বব্যাংক বাংলাদেশের জিডিপির হার কমে যাওয়ার বিষয়ে রপ্তানি বাজার, রেমিটেন্স ও বিনিয়োগ অনিশ্চয়তা বড় কারণ বলে জানিয়েছে।

[৪] পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ও অর্থনীতিবিদ (সিনিয়র সচিব) ড. শামসুল আলম বলেন, বিশ্বব্যাংকের জিডিপির প্রতিবেদন দেখে মনে হচ্ছে তারা বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত নিয়ে করেনি। সেইসঙ্গে অর্থনীতি বিশ্লেষণের মাধ্যমে করে না। তারা অনুমান ও পর্যালোচনা ভিত্তিতে করে থাকে। বিশ্বব্যাংক প্রতিবছরেই এমন কথা বলে থাকে যেটা পরবর্তীতে আমাদের সঙ্গে কোনো মিল থাকে না।

[৫] শামসুল আলম বলেন, তাদের বন্ধু প্রতিম সংগঠন এডিবির প্রতিবেদনের সঙ্গে আকাশ বাতাল পাথক্য রয়েছে। এটাই প্রমাণ হয় বিশ্বব্যাংক যে বস্তুনিষ্ঠ তথ্য উপাত্ত নেয়নি। তবে হয়তোবা সরকারকে পরোক্ষভাবে চাপে রাখতে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

[৬] সিপিডি বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এটা বাংলাদেশে প্রাক্কলন। অর্থাৎ জিডিপি কেমন হতে পারে তার একটা অনুমান দেয়া হয়েছে। চলতি অর্থবছরের সবে আমরা ৪ মাস অতিক্রম করেছি। এখনও আমাদের সামনে ৮ মাস রয়েছে। এই আট মাস কেমন যাবে তা বাংলাদেশ সরকার এক ধরনের অনুমান ভিত্তিতে করছে। বিশ্বব্যাংক আর এক ধরনের অনুমান ভিত্তিতে করছে। অনুমানের পার্থক্য থাকার কারণে প্রাক্কলনের ব্যবধান রয়েছে।

[৭] শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থনীতির অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, করোনার শুরুতে বিভিন্ন সংস্থা বলেছিল বাংলাদেশের অর্থনীতি ম্যাসাকার হবে। তাদের এই পূর্বাভাসের তেমন কিছু আমরা দেশের অর্থনীতিতে দেখিনি। অন্যদেশের তুলনায় আমাদের দেশে বর্তমান অর্থনীতি ভালো। আমরা যদি গ্রামীণ অর্থনীতি দিকে তাকায় তাহলে দেখা যাবে কোনো প্রভাবেই পড়েনি। শহরের লকডাউনের সময় কিছুদিন সমস্যা ছিলো। তবে সেটা একবারে থমকে থাকেনি। আমরা গার্মেন্টস খাতে ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছি। এখন আগের মতই পোশাক রপ্তানি হচ্ছে।

[৮] ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এ অধ্যাপক বলেন, এসব বিবেচনায় নিলে দেখা যায় যে, এডিবি যে ৬.৮ শতাংশের যে পূর্বাভাস দিয়েছে সেটার কাছাকাছি যেতে পারব। তাই বলে ১.৬ শতাংশ হবে এমনটা নয়।

[৯] ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ১ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগামী ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে ৩ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির ওপর যে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এই পূর্বাভাস রয়েছে।

[১০] যদিও সরকার বলছে, চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৮ শমিক ২ শতাংশ। অন্যদিকে এডিবি এশিয়ার অর্থনীতি নিয়ে তাদের সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশে ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার প্রভাবে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ এবং উৎপাদন ও নির্মাণ খাতে মজুরি কমে যাবার প্রভাবে বেসরকারি ভোগব্যয় কমে যেতে পারে। তৈরি পোশাকের চাহিদা পুনরুদ্ধার হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বিনিয়োগ ও রপ্তানি বাধাগ্রস্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়