আসিফুজ্জামান পৃথিল: [২] সমন জারি পর টিভিটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা শিভা সুব্রামানিয়াম সুন্দারাম পুলিশের সঙ্গে দেখা করে এই সমন তুলে নেবার আহ্বান জানিয়েছেন। এর বদলে সব রকম সহায়তারও প্রতিশ্রুতি দেন তিনি। দ্য হিন্দু, এনডিটিভি
[৩] টিভিটির বিরুদ্ধে অভিযোগ, আঢ বাড়ালে রেটিং বৃদ্ধির জন্য তারা বিভিন্ন ব্যক্তিকে অর্থ প্রদান করেছে। উদ্দেশ্য ছিলো অধিক টিআরপি দেখিয়ে বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করা। অবশ্য টেলিভিশনটি মুম্বাই পুলিশের সমনের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ জানিয়েছে।
[৪] সুন্দরম পুলিশকে বলেছেন, এই পিটিশন খুব শীঘ্রই আদালতের তালিকাভুক্ত হবে। অন্তত ততোদিন টিভিটিকে যেনো আর হেনস্থা করা না হয়। বদলে পুলিশকে সব রকমের সহায়তা করতে রাজি আছেন তারা। তদন্তের খাতিরে তারা কোনও তথ্যও গোপন করবেন না বলে জানান তিনি।
[৫] সুন্দর আরও জানান, আগামী কয়েকদিন তার মুম্বাইয়ের বাইরে যাবার কথা রয়েছে। ১৪ বা ১৫ অক্টোবর তিনি শহরটিতে থাকতে পারেন। বৃহস্পতিবার ভারতের একটি নিয়ন্ত্রক সংস্থা টেলিভিশন ভিউয়ারশিপ ঘাটতে গিয়ে টের পায়, ভুয়া দর্শক ব্যবহার করে টেলিভিশনটি ব্যবসা চালিয়ে যাচ্ছে।