ইসমাঈল ইমু : [২] কামরাঙ্গীরচর থানার হুজুরপাড়া এলাকায় বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পেরে সৎ মা সেলিনা খানমকে হত্যার অভিযোগে জান্নাতুল ফেরদৌস নাইম (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগ।
[৩] গত ২ অক্টোবর সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানার হুজুরপাড়া এলাকার সেলিনা খানমকে তার বাসায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী থানায় হত্যা মামলা করেন।
[৪] গোয়েন্দা লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামুসুল আরেফীন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ৯ অক্টোবর নড়াইল জেলার নড়াগাতি থানা এলাকা থেকে নাইমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে রাজধানীর ভাষানটেক এলাকার তার মামার বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সেলিনাকে হত্যার জন্য বিপ্লব ৫০ হাজার টাকা ও একটি ছুরি নড়াইলের অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে নাইমকে সরবরাহ করেন। পরিকল্পনা অনুযায়ি সেলিনার বাসা নাইম ভাড়া নেয়। সুযোগ বুঝে ২ অক্টোবর তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যার পর বিপ্লব ৩ অক্টোবর বিকাশের মাধ্যমে নাইমকে ৬০ হাজার টাকা দেয়। আর হত্যাকাণ্ডের পরিকল্পনায় বিপ্লবের সাথে সমন্বয় করেন বাদীর সৌদি প্রবাসী ভাই মিজান। সম্পাদনা: বাশার নূরু