শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে আদিবাসী কলেজ ছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

সোহেল সানী: [২] রংপুর কারমাইকেল কলেজের আদিবাসী শিক্ষার্থী রুখিয়া রাউত (২৩) হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে পৃথক আদিবাসী মন্ত্রণালয় ও ভুমি কমিশন গঠনের দাবি জানান।

[৩] শনিবার (১০ অষ্টোবর) বেলা ১২ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জাতীয় আদিবাসী পরিষদ ও পার্বতীপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুরের পার্বতীপুর, ফুলবাড়ী, চিরিরবন্দর ও রংপুরের বদরগঞ্জ উপজেলার অর্ধসহশ্রাধিক আদিবাসী নারী-পুরুষ যোগদেন।

[৪] সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সমাজ উন্নয়ন সমিতির পার্বতীপুর শাখার সভাপতি বিমল মুর্মু, সাধারন সম্পাদক এফ্রাইম টুডু, আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভানেত্রী মিনতি মার্ডী ও জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গরেষনা সম্পাদক মানিক সরেন প্রমুখ।

[৫] সমাবেশের প্রধান বক্তা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন- বদরগঞ্জের রামনাথপুর খোর্দ্দবাগবাড় গ্রামের দিনেশ রাউতের মেয়ে মেধাবী কলেজ ছাত্রী রুখিয়া রাউত হত্যকান্ড, হরিরামপুরের খাগড়াবন্দে শিশু ধর্ষন, চন্ডিপুর বারোকোনায় আদিবাসীর ভুিম দখলে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

[৬] এছাড়া, সমতল ভূমির আদিবাসীদের জন্য তিনি পৃথক মন্ত্রণালয় গঠন করে এর অধিনে আদিবাসীদের জন্য ভুমি কমিশন গঠনের মাধ্যমে আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানের আহবান জানান। নবাবগঞ্জ-পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার আদিবাসীদের প্রায় ৬ হাজার একর জমি বেদখল হয়েছে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

[৭] উল্লেখ্য, গত ৬ অক্টোবর পার্বতীপুরের মধ্যপাড়া-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের পাঁচপুকুরিয়া এলাকায় পাশের জঙ্গল থেকে হাত-পা বাধা অবস্থায় রংপুর কারমাইকেল কলেজ অনার্স ৩য় বর্ষের ছাত্রী রুখিয়া রাউতের লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনার পর থেকে উত্তরাঞ্চলের আদিবাসী জনপদ ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়