শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাগরানো-কারাবাখ এলাকায় যুদ্ধবিরতিতে রাজি আর্মেনিয়া ও আজারবাইজান

আসিফুজ্জামান পৃথিল: [২] এই সিদ্ধান্তের কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কোতে ১০ ঘণ্টা ধরে চলা ম্যারাথন সংলাপের পর এই সিদ্ধান্ত নেয় বিবাদরত দুই দেশ। প্রায় দুই সপ্তাহ ধরে বিতর্কিত এলাকাটি নিয়ে যুদ্ধরত ছিলো দুই ইউরোপীয় দেশ। আল জাজিরা, ফ্রান্স ২৪

[৩] লাভরভ জানান ওই এলাকায় অন্তবর্তীকালীন মানবিক সহায়তা কার্যক্রম চালাবে রেডক্রস। শনিবার আন্তর্জাতিক সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় বেলা দুটায়) যুদ্ধবিরতী কার্যকর হবার পরই সমস্ত দায়িত্ব তুলে দেয়া হয় রেডক্রসের হাতে।

[৪] আল জাজিরার মস্কো প্রতিনীধি আলেকসান্দ্রা স্তোজানোভিচ জানান, মানব সিজফায়ারের উল্লেখ করেই এই চুক্তি রা হয়েছে। তিনি বলেন, ‘দেখতে হবে যেভাবে সব কথা হয়েছে সেভাবেই যুদ্ধবিরতি কার্যকর করা হয় কিনা। যদি তারা বন্দী বিনিময় করেন এবং সত্যই আলোচনার টেবিলে ফিরতে চান, তবে দশকব্যাপী চলা সংঘাতের অবসান ঘটতে পারে।’

[৫] ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ো এই সংঘাতে ৩ শতাধিক মানুষ মারা গেছেন। লাভরভ এই আলোচনার ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি। তবে এটি জানা গেছে দুই দেশের মধ্যে অরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মিনস্ক গ্রুপ মধ্যস্ততাকারীর কাজ করবে।

[৬] আলোচনায় অংশ নেয়া আরমেনিয়ান পররাষ্ট্রমন্ত্রী জোহরাব ম্লাতসাখনিয়ান এবং তার আজেরি প্রতিপক্ষ জেইহুন বেইরামভ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এই সংঘাতের কারণে যুদ্ধ হলে তাতে আজারবাআজিানের ঘণিষ্ঠ মিত্র তুরস্ক এবং আর্মেনিয়ার প্রতিরক্ষা অংশীদদার রাশিয়ার যুক্ত হয়ে যাবার শঙ্কা দেখা দিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়