শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর পাচু‌রিয়ায় ১নং ওয়া‌র্ডের উপ নির্বাচ‌নের ভোট গ্রহন শুরু

মো. ইউসুফ মিয়া : [২] শ‌নিবার সকাল ৯ ঘ‌টিকায় সময় ব্রাক্ষন‌দিয়া ম‌হিষা‌খোলা সরকারী প্রথ‌মিক বিদ্যাল‌য়ে আনু‌ষ্টা‌নিক ভা‌বে ভোট গ্রহন শুরু ক‌রে‌ছে ।

[৩] গত ২৯ মার্চ ২০২০ তা‌রিখ রোজ র‌বিবা‌রে পাঁচু‌রিয়া ইউ‌নিয়‌ন প‌রিষ‌দ উপ নির্বাচ‌ন‌টি ক‌রোনাভাইরা‌সের কার‌ণে নির্বাচন পি‌ছি‌য়ে ১নং ওয়া‌র্ডের মেম্বার কাজী আব্দুল ম‌জিদের মৃত্যুর কার‌ণে ১নং ওয়া‌র্ড শুন্য ঘোষণা ক‌রেন জেলা নির্বাচন ক‌মিশন।

[৪] উপ নির্বাচন হওয়ার কথা ছি‌লো। ক‌রোনাভাইরা‌সের কার‌ণে উপ নির্বাচন‌টি জেলা নির্বাচন অ‌ফিস বন্ধ ঘোষনা করা হয়।

[৫] পাচু‌রিয়া ইউ‌নিয় প‌রিষ‌দের ১নং ওয়া‌র্ডের উপ নির্বাচনে প্রার্থী ৩জন প্রার্থীরা হ‌লো ও‌হিদ কাজী ওমর ফারুক ফুটবলমার্কা,ইছাক আলী শেখ মোরগমার্কা, গাজী ওমর ফারুক তালামার্কা আজ ১০ অ‌ক্টোবর ২০২০তা‌রি‌খে রোজ শ‌নিবার সকাল ৯ঘ‌টিকার থে‌কে ভোট শুরু ক‌রে বিকাল ৫ পর্যন্ত ভোট গ্রহনের কার্যক্র‌ম চল‌বে।‌ রাজবাড়ী উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সাহা ব‌লেন, পাচু‌রিয়া ১ নং ওয়া‌র্ডের উপ নির্বাচন এখানকার ভোটারগন এ‌সে সুষ্টমত ভোট দি‌চ্ছে ভোটার‌দের কোন প্রকার সমস্যা হ‌চ্চেনা। ত‌বে ক‌রোনাভাইরা‌সের কার‌ণে প্র‌তি‌টি ভোটা‌দের নিরাপদ দুরুত্ব বজায় রে‌খে সক‌লেই ভোট দি‌চ্ছে এমন‌কি তা‌দের‌কে হ্যান্ড সে‌নিটাইজার মাধ্য‌মে জিবানু দুরকর‌নে ভোট গ্রহন চল‌ছে।

[৬] বর্তমা‌নে এখা‌তে ভোটার সংখ্যা পুরুষ ভোটার ৭৬৫জন ম‌হিলা ভোটার ৬৯৭জন মোট ভোটার সংখ্যা ১,৩৩৭ জন। ভোটারদের নিরাপত্তায় নি‌য়ো‌জিত আছে র‌্যাব পু‌লিশ,আনছার সদস্যগ‌ণের নি‌য়ো‌জিত র‌য়ে‌ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়