শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সখীপুরে উৎসমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

সাইফুল সানি: [২] সখীপুর বাজার বণিক বহুমূখী সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচন আজ। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। ১ হাজার ৪৩৯ জন বণিক ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার ৯টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বেশ কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় মুখর ছিলো সখীপুর পৌর শহর।

[৩] পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহরের অলিগলি। ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি খলিলুর রহমান ও বর্তমান কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

[৪] সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম লেবু, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়া ও আবদুল্লাহ আল-মামুন, সহ-সভাপতি পদে মিন্টু দেওয়ান, জাহাঙ্গীর আলম, আবদুল গফুর ও আবদুর রহিম শিকদার, সহ-সম্পাদক পদে জেলহক শিকদার ও আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন ও আবদুল মজিদ, অর্থ-সম্পাদক পদে আশরাফ হোসেন তালুকদার, আনোয়ার হোসেন ও কোরবান আলী, ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান ডালিম ও মিজানুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক পদে খন্দকার সোলায়মান কবির, রতন ভূইয়া, মো. শাহজাহান এবং প্রচার সম্পাদক পদে শ্রী রঞ্জিত শীল ও শ্রী হরিপদ ঘোষ প্রার্থী হয়েছেন।

[৫] নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন। এবার অপেক্ষা ফলাফলের। আজ শনিবার ভোটের দিনও ভোটারদের চা-পানে আপ্যায়ন করছেন। নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন।

[৬] ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও কোষাধ্যক্ষ পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার বলেন, প্রার্থীরাও নানা কৌশলে এবারের নির্বাচনে প্রচারণা চালিয়েছেন। প্রার্থীরা ভোটারদের বাসা-বাড়িতে যাওয়া ছাড়াও মুঠোফোনে ভোট ও দোয়া চাচ্ছেন।

[৭] এছাড়াও কোনো কোনো ভোটারের আত্মীয়-স্বজনের মাধ্যমেও প্রার্থীরা নিজের জন্য ভোট চাচ্ছেন। সব মিলিয়ে প্রার্থীরা দিন-রাত ভোটের জন্য চষে বেড়িয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন টাঙ্গাইল জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ইমতিয়াজ রুহুল।

[৮] কমিশনার সদস্য ওমর আলী ও মোশারফ হোসেন বকুল জানান, সখীপুর সরকারি এিম পাইলট স্কুল এন্ড কলেজে ভোট নেওয়া হবে। সকাল ৮ টা থেকে টানা ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং দু’টি প্রজেক্টরের মাধ্যমে ভোট গণনা করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়