শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সেই নোয়াখালীতে আরেক কাণ্ড !

ডেস্ক রিপোর্ট:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জেলা শহরের সোনাপুর বাস কাউন্টার থেকে নাসরিন আক্তার (২২) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১২টায় পর্যন্ত নিখোঁজ ওই প্রবাসীর স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার এ ঘটনায় নিখোঁজ ওই প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তারের বাবা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

নিখোঁজ নাসরিন আক্তার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত দু’বছর আগে হাতিয়ার চরকিং ইউনিয়নের আফাজিয়া গ্রামের আবুল কাশেমের সৌদি প্রবাসী ছেলে তামজিদ হোসাইনের সঙ্গে নাসরিন আক্তারের বিয়ে হয়। কিছুদিন থেকে নাছরিন পেটের ব্যথায় ভুগছিলেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে নিয়ে চিকিৎসা করানোর জন্য হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন তার বাবা আব্দুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় এলে নাসরিনের বমির ভাব দেখা দেয়।

এসময় রহমান তার মেয়েকে একুশে বাস কাউন্টারে রেখে বমির ট্যাবলেট আনতে যান। ৫-১০ মিনিট পরে ফিরে এসে দেখেন নাছরিন সেখানে নেই। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান না পেয়ে তিনি সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের পর থেকে পুলিশ তার সন্ধানে নেমেছে।

পূর্বপশ্চিমবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়