শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যার পর জগন্নাথ ক্যাম্পাসে প্রবেশে ‘না’

ডেস্ক রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর শিক্ষার্থীসহ সকল জনসাধারণের প্রবেশ ও অবস্থানে নিষেধ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনও নোটিশ না দিলেও বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। গত এক সপ্তাহ ধরে সন্ধ্যার পর নিরাপত্তাকর্মীদের কড়াকড়ি দেখা যাচ্ছে ক্যাম্পাসে।

শুক্রবার (৯ অক্টোবর) সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রক্টর অফিস থেকে তাদের নির্দেশনা থাকায় সন্ধ্যা ৬টার পর কাউকে ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে দেওয়া হচ্ছে না।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ক্যাম্পাসে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসে থাকতে পারবে, লাইব্রেরিতে পড়াশোনা করতে পারবে।’

বিশ্ববিদ্যালয় থেকে কোনও নোটিশ না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই সকল ক্যাম্পাসেই সরকারি নির্দেশনা আছে। সরকারি নির্দেশনা থাকায় আমরা কোনও নোটিশ দেইনি। নোটিশ দেওয়ার প্রয়োজন হয়নি।’

তিনি আরও বলেন, ‘এখনতো ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলছে না। অফিসও ৪টার মধ্যে বন্ধ হয়ে যায়। যাদের অফিসিয়াল কাজ আছে তাও এই সময়ের মধ্যে শেষ করতে পারবে। ক্যাম্পাসতো ছাত্রদেরই। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা আগের মতো ক্যাম্পাসে আসতে পারবে। তবে এখন অপ্রয়োজনে ক্যাম্পাসে না আসতে অনুরোধ করবো।’বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়