শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌকার পক্ষে ভোট চাইলেন পৌর মেয়র সেইন

এইচএম দিদার: [২] আগামী (২০ অক্টোবর) আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন। কোনো ব্যক্তির রক্ষচক্ষুকে ভয় পাবার কারণ নেই। প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করণে রাত-বিরাতে আমাদের কল্যাণে শ্রম দিয়ে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়াকে। আমাদের নেত্রী আজ বহুগুণাবলী ও দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্ব নেত্রীতে পরিণিত হয়েছেন।

[৩] তিনি বিশ্ব সমাদৃত বরেণ্য নেত্রী। প্রধানমন্ত্রীর সদিচ্ছায় আজ আমরা পদ্মা সেতুর মতো অসাধ্য কাজ সম্পাদন করতে চলছি।তার সুযোগ্য প্রতিনিধি হিসেবে আমাদের সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া টানা তিন মেয়াদে দাউদকান্দি -মেঘনায় উন্নয়ন আর উন্নয়ন উপহার দিয়ে এ এলাকায় তিনি এক অবিসংবাদিত নেতাতে পরিণিত হয়েছেন।

[৪] আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী ২০ অক্টোবর দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী মেজর (অব.) মোহাম্মদ আলী। তিনি তার সাধ্যের বাহিরে গিয়ে জীবনবাজি রেখে করোনাকালীন সময়ে দাউদকান্দিবাসির পাশে ছিলেন। আগামীতে একটি ডিজিটাল আধুনিক দাউদকান্দি পেতে হলে তার কোনো বিকল্প নাই।

[৫] নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সফলতা বিগত দিনের সবগুলো নির্বাচনে দৃশ্যমান। আমি সেই আলোকে বলতে চাই নৌকার বিজয় আমাদের জন্য অপেক্ষমাণ শুধু সময়ের অপেক্ষা মাত্র।

[৬] শুক্রবার ( ৯ অষ্টোবর) সন্ধ্যায় দাউদকান্দি পৌরসভার ৫নং ওয়ার্ডের শাহপাড়া গ্রামে নৌকার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনায় দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন এসব কথা বলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়