শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] নেপালী যুবকের প্রেমের টানে ভারতে গিয়ে আটক বাংলাদেশি তরুণী

মাছুম বিল্লাহ: [২] অবৈধভাবে বসবাসের দায়ে আসামের গুয়াহাটি থেকে গত সোমবার মানিকগঞ্জ জেলার বাথুইমুড়ি গ্রামের রিমা খানকে আটক করেছে পুলিশ।

[৩] আসাম পুলিশ জানিয়েছে, নেপালী যুবক জেবনিলালি সাইয়ের সঙ্গে দুই বছর আগে ফেসবুকে প্রেমের সম্পর্ক হয় রিমা খানের। এরপর ভিসা নিয়ে ভারতের কলকাতায় গিয়ে প্রেমিককে বিয়ে করে সে। কলকাতা থেকে নেপালে গিয়ে কয়েক মাস সংসার করার পর ফের গুয়াহাটির লতাশিল আমবাড়ি এলাকায় অবৈধভাবে বসবাস করছিল তারা। এ সময় তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়।

[৪] আসাম পুলিশের সীমান্ত শাখার আইসি দিলীপ দেবনাথ জানান, রিমা খানের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে ২০১৯ সালে। তার কাছ থেকে ছেঁড়া পাসপোর্ট ও ভিসা এবং বাংলাদেশি এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

[৫] জিজ্ঞাসাবাদে রিমা জানিয়েছে, বৈধ ভিসা নিয়ে বেনাপোলের সীমান্ত দিয়ে ২০১৮ সালের ২২ নভেম্বর ভারতে প্রবেশ করে। তারপর সেখান থেকে জেবনির নেপালের বাড়িতে। সেখানে ফের নিয়ম নীতি মেনে জেবনি ও রিমার বিয়ে হয়। ইতিমধ্যে ২০১৯ সালের শেষের দিকে শেষ হয়ে যায় ভিসার মেয়াদ। তারপর ২০ জানুয়ারি ২০২০ সালে দুজনেই ফের ভারতে প্রবেশ করে গুয়াহাটিতে চলে আসেন কাজের খোঁজে। কাজ পেয়ে যান রিমা এবং তারা ঘর ভাড়া নেন ধীরেনপাড়ার রঘুনাথ পথে। তারপর সিকিউরিটির চাকরি পেয়ে ধীরেনপাড়ারই সুরিযা ভাটিকা অ্যাপার্টমেনে ওঠেন তারা। এবং তারপর পুলিশের হাতে গ্রেফতার হন রিমা খান। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়