শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ত্রিদলীয় টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারে থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি

রাহুর রাজ: [২] একদিন বাদেই আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছেন তিন দলের ওয়ানডে সিরিজ ‘বিসিবি প্রেসিডেন্ট’স কাপ’। জাতীয় দল, এইচপি দলের ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের সরাসরি সম্প্রচারে বেশ কিছু নতুনত্ব আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

[৩] তামিম একাদশ, শান্ত একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ এই টুর্নামেন্টে একে অপরের দুই বার করে মুখোমুখি হবেন। যেখানে ফাইনালসহ মোট ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করার উদ্যোগ নিয়েছে বিসিবি। ফাইনাল ম্যাচটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করতে ইতোমধ্যেই বিটিভির সাথে যোগাযোগও করেছে বোর্ড। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচটি সরাসরি টিভিতে দেখতে পাবেন দর্শকরা।

[৪] অন্যদিকে গ্রুপ পর্বের ম্যাচগুলোও সরাসরি উপভোগ করা যাবে। তবে টিভিতে নয় বিসিবির অনলাইন প্লাটফর্ম ইউটিউবে। তবে সম্প্রচারে এবার নতুনত্ব আনতে যাচ্ছে বিসিবি। কেননা আগে ১ টি ক্যামেরায় ঘরোয়া কিংবা অন্যান্য ম্যাচগুলো বিসিবি সরাসরি সম্প্রচার করলেও এবার ৮ টি ক্যামেরার মাধ্যমে এই টুর্নামেন্ট সম্প্রচার করবে বিসিবি।

[৫] টুর্নামেন্টের সম্প্রচার প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, “বিসিবি প্রেসিডেন্টস কাপ লাইভ স্ট্রিমিং করতে আটটি ক্যামেরা বসানো হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ভেন্যু থেকে খেলার ধারাবিবরণী দেবে বাংলাদেশ বেতার, টেলিভিশনে সম্প্রচারের জন্য বিটিভির সঙ্গে যোগাযোগ করছে বিসিবি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়