শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌকা প্রতীকের সমর্থকরা মসজিদে নামাজও পড়তে দিচ্ছে না: সালাহউদ্দিন

শাহানুজ্জামান টিটু: [২] ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী বলেন, এতেই প্রতীয়মান হচ্ছে তারা আমাকে কিভাবে বাধাগ্রস্ত করছে ? একজন ঈমানদার মুসলমান হিসেবে শুক্রবার জনতাবাগের একটি মসজিদে নামাজ আদায় করার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু সেখানে আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে আগেই সবকিছু ব্লক করে দেয়া হয়েছে। যাতে আমি সেখানে নামাজ পড়তে না পারি।

[৩] তিনি বলেন, শুক্রবার আমি এখানে নামাজ পড়তে এসেছি কাউকে না জানিয়ে। এমনকি আমার দলীয় নেতা-কর্মীদেরও জানানো হয়নি। আগাম জানিয়ে আসলে আওয়ামী লীগের লোকেরা আমার নামাজে বাধাগ্রস্ত করবে যে কারণে আমি এখানে না জানিয়ে নামাজ পড়তে এসেছি।

[৪] শুক্রবার যাত্রাবাড়ি ওয়াসা রোড জামে মসজিদে জুমা'র নামাজ পড়তে মসজিদের প্রবেশ সময় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

[৫] নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কিছু ম্যাজিস্ট্রেট তার নির্বাচনী প্রচারণায় বাঁধার সৃষ্টি করছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমি নির্বাচন কমিশনকে একটা কথা বলতে চাই যা আমি আগেও অনেকবার বলেছি, ‌‘একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। কিন্তু কমিশনের নিয়োগপ্রাপ্ত কিছু মহিলা ম্যাজিস্ট্রেট এক তরফাভাবে আমাকে বাঁধাগ্রস্ত করছে। আমি কোথাও গেলে আমাকে ফোন করে বলে আপনি মিছিল করতে পারবেন না। অথচ সরকারী দলের প্রার্থী মিছিল মিটিং সবই করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়