শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১০:৩১ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন ৪১ জন সাংবাদিক

এস.এম আকাশ: [২] বৈশিক মহামারী করোনার কারণে ফরিদপুরের ৪১জন সাংবাদিকের মধ্যে বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর অনুদানের চেক। বৃহস্পতিবার (৮ অষ্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার সাংবাদিকদের হাতে অনুদানের এ চেক তুলে দেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আযোজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে

[৩] চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সচেতনতামূলক কর্মকান্ডে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের কথা মানুষ খুব গুরুত্ব দেয়।

[৪] তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যখন গ্রামাঞ্চল বা জনবহুল এলাকায় গমন করেন, তখন বাল্য বিবাহ, কুসংস্কার বন্ধের ব্যাপারে জনগণকে সচেতন করতে পারেন। একই সাথে শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন, নারী অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকরা কাজ করতে পারেন।

[৫] জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের তৃণমূল পর্যন্ত এজেন্ট রয়েছে। তাই সামাজিক সমস্যা দূরীকরণে তারা বিশেষ দায়িত্ব পালন করতে পারেন। সামাজিক শৃঙ্খলা বজায় রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকদের সাথে কাজ করার ঘোষনা প্রদান করেন অতুল সরকার।

[৬] অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি পান্না বালা প্রমুখ।

[৭] করোনাকালীন সমযে প্রধানমন্ত্রী সাংবাদিকদের পাশে থেকে ক্ষতিগ্রস্থ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ১০ হাজার টাকা সহায়তার সিদ্ধান্ত মোতাবেক ফরিদপুর জেলার আবেদিত ৪১ জনের মধ্যে এ চেক বিতরণ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়