শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোজাফ্ফর হোসেন: পুরুষ যদি নিজেকে মানুষ মনে করে, তাহলে তাকে এগিয়ে আসতে হবে আগে

মোজাফ্ফর হোসেন: নারী নিজগৃহে-বাইরে-শিক্ষালয়ে-প্রার্থনালয়ে-কর্মস্থলে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে, হচ্ছে। কোন শ্রেণিপেশার পুরুষ ধর্ষক না? আমরা সমস্যা খুঁজে যাচ্ছি নৈতিক শিক্ষায়, সংস্কৃতিতে, প্রতিষ্ঠানে, মাদকে, নারীর শরীরে, নারীর পোশাকে, বিচার ব্যবস্থায়। আমরা কখনোই সরাসরি বলি না, সমস্যা পুরুষের। পুরুষের চরিত্রের ঐতিহাসিক সমস্যা এটা। সমস্যা পুরুষের মননে, মানসগঠনে। হাজার হাজার বছর ধরে ‘পুরুষ’ ধারণাটি কতোগুলো ভুল ধারণার উপর দাঁড়িয়ে আছে। নিজের শ্রেষ্ঠত্ব সে নিজেই প্রতিষ্ঠা করেছে-ধর্মীয় গ্রন্থে, মিথে, ফ্যান্টাসিতে, রূপকথা-উপকথায়, ইতিহাসে। হে নারীরা, আপনি পারবেন চিৎকার করে অস্বীকার করতে: নারী সৃষ্টি করা হয়েছে আদমের শরীরের বাকা হাড় দিয়ে। আপনার সৃষ্টির ইতিহাস অধীনতা, পরাধীনতা আর পরগাছার ইতিহাস। আপনি মানেন এটা? পবিত্র গ্রন্থ বলে : যখন ইচ্ছা পুরুষ (স্বামী) আপনার উপরে চড়াও হতে পারবে; আপনি মানেন এটা? মহাপ্রভু জিউস হংশবেশে ধর্ষণ করে যায় মর্ত্যের নারীকে। সেই ধর্ষণ থেকে আবার নাকি জন্ম হয় আধা মানুষ আধা ঈশ্বরের (ডেমিগোড)। আর আপনি কী সেই জিউসের পূজারী হয়েই ধর্ষণের বিরুদ্ধে কথা বলছেন? বাংলাদেশে ৮ কোটি থেকে অন্তত এক কোটি নারী একসঙ্গে বলতে পারবে, ‘আজ থেকে আমরা পিতামাতার সম্পত্তিতে সমান অধিকার চাই।’ কয় লক্ষ যৌনদাসী আছে দেশে আপনি তার হিসেব রাখেন? আপনার যে স্বামী-পিতা-সন্তান টাকা দিয়ে নারীর শরীর কেনে অন্ধকারে, সে আপনার ওড়না ঠিক করে?

আপনি মানেন তাকে? পৃথিবীর ইতিহাসে নারীর স্বাধীনতা নিয়ে যতো কথা হয়েছে, ততো কথা আর কোনো জাতি বা গোষ্ঠীর স্বাধীনতা নিয়ে হয়নি। দাসপ্রথার বিলোপ হয়েছে, কৃষ্ণাঙ্গরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে, পৃথিবীর বহু পরাধীন রাষ্ট্র স্বাধীন হয়েছে। কিন্তু নারীর অর্জন কতোটুকু? পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠী তারা; ভাবা যায়? নারী-পুরুষ এক বিছানাতেই বাস। একসঙ্গে ঘুম-খাওয়া-উঠাবসা-প্রেম-ভালোবাসা সবই। পুরুষের ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা একবারও চোখে পড়ে না? এবার বলি: নারীরা যে কারণে হিটলার হয় না, হয় না ‘মহাপ্রেমিক’ শাহজাহান; সেই একই কারণে পৃথিবীর কোনো ধর্মের প্রবক্তাও হয়নি। মানে ভণ্ডামিটা তাদের স্বভাবে বায়োলজিক্যালি নেই। ফলে তার ‘মেধা’ ও ‘শক্তি’ নিয়ে পুরুষের মনে প্রশ্ন জাগে। তাই বলছি : হাজার হাজার বছর ধরে ‘পুরুষ’ ধারণাটি কতোগুলো ভুল ধারণার উপর দাঁড়িয়ে আছে, এটাকে আগে ভাঙতে হবে। পুরুষ যদি নিজেকে মানুষ মনে করে, তাহলে তাকে এগিয়ে আসতে হবে আগে। আর কতো? আজ সভ্যতার এই পর্যায়ে এসে যখন দুটো ছেলের দিকে তাকিয়ে বউকে বলতে হয়, ‘মেয়ে না হয়ে ভালোই হয়েছে!’ তখন একজন পুরুষ হিসেবে লজ্জায় মাথা নতো হয়ে আসে। পৃথিবীতে এতো লজ্জা আর কোনো কিছুতে হতে পারে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়