শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ব্যাটারি কারখানায় আগুন

ডেস্ক রিপোর্ট: ঢাকার সাভারের একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।‌ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে বিরুলিয়া ইউনিয়ন এর আকরান এলাকার অটবির ফানিচার কারখানার বাউন্ডারির ভিতরে ভাড়া দেয়া টংলি পাওয়ার লিমিটেড নামক চায়না মালিকানাধীন ব্যাটারি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পূর্বপশ্চিম

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার ভেতরে এসিড দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত সকল জায়গায় ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়।

আশুলিয়ার ডিইপেজেডে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। কিন্তু কারখানার ভিতরে এসিড ও দাজ্জাল পদার্থ থাকায় আগুন দ্রুত বড় কারখানা ছড়িয়ে পড়ে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কিছুটা বেগ পেতে হয়। পরবর্তীতে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ফায়ার সদর দপ্তর থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপনের কাজে যোগ দেয়।

এক পর্যায়ে ৬টি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পরে রাত সাড়ে দশটার দিকে আগুন আমাদের নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় ডাম্পিং এর কাজ।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়