শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শালিকাদের সঙ্গে ঝগড়া করে ২ শিশু শ্যালককে নদীতে নিক্ষেপ

বরগুনা প্রতিনিধি: বরগুনার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে মোসলেম (২৪) নামের এক ব্যক্তি শালিকাদের সাথে ঝগড়া করে হত্যার উদ্দেশ্যে দুই শিশু শ্যালককে বিষখালী নদীতে নিক্ষেপ করেন। এলাকাবাসী দ্রুত শ্যালক আফসান (২)-কে উদ্ধার করলেও বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯ টা পর্যন্ত তল্লাশী করে শ্যালক আব্দুল্লাহ (৭)-কে উদ্ধার করা যায়নি।

স্থানীয়রা জানায়, মোসলেমকে আটকের পর গ্রামবাসীর নিকট অকপটে সে সব কিছু স্বীকার করেছে। মোসলেমের সাথে তার স্রী ও শালিকাদের বৃহস্পতিবার সকালে ঝগড়া হয়। ঝগড়ার সূত্রধরে বিকালে সকলের অজান্তে শ্যালক আব্দুল্লাহ ও আফসানকে নিয়ে বিষখালী নদীর পাড়ে ডালভাঙ্গা মোল্লার হোড়া নামক স্থানে নিয়ে আসে। প্রথমে আব্দুল্লাহকে নদীতে ফেলে দেয়। আব্দুল্লাহ তীরে উঠার চেস্টা করলে মোসলেম নদীতে নেমে চুবিয়ে ধরে। পরে আফসানকে ছুড়ে ফেলার শব্দ শুনে নদীর পাড়ে থাকা রহিম নামের এক জেলে ছুটে এলে মোসলেম নদীতে ঝাপ দেয়। এসময় রহিমের ডাকচিৎকারে লোকজন জড়ো হয়ে শিশু আফসানকে উদ্ধার করে এবং মোসলেমকে আটক করে।

ইউপি চেয়ারম্যান আবুহেনা টিটু জানান, সন্ধ্যার পরে তিনি বিষয়টি জানতে পেরে বরগুনা থানায় ওসিকে অবহিত করেন। রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসলেম সত্যতা স্বীকার করে। মোসলেমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত মোসলেমকে গ্রেফতার করেছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ গ্রামবাসীকে সহায়তা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়