শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও মজুদ: ৩ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : [২] নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও মজুদ রাখা এবং বিএসটিআই’র লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন করায় শিশু খাদ্য প্রস্তুকারী কেয়ার নিউট্রিশন লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে ৫০ লাখ টাকা সমমুল্যের মেয়াদোত্তীর্ণ মালামাল।

[৩] বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব-১১ এর সহযোগীতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

[৪] বৃহস্পতিবার র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, শিশু খাদ্য প্রস্তুকারী কেয়ার নিউট্রিশন লিমিটেড নামক প্রতিষ্ঠানটি সোনারগাঁওয়ের নানাকি এলাকায় দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও মজুদ করে আসছিল। অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও মজুদ রাখা এবং বিএসটিআই’র লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইনে দোষী সাব্যস্ত করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে আনুমানিক ৫০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়