শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাযকিয়া ইসাবা : ধর্ষণের শিকার হলে যা করবেন, যা করবেন না, এটা সময়ের খেলা অতএব এগিয়ে থাকুন

তাযকিয়া ইসাবা : [১] কোন ভাবেই গোসল করা যাবে না, যাবে না, যাবে না। পানি দিয়ে হাত, পা বা কোন অঙ্গ ধৌত করা যাবে না। জামা কাপড় ও ধৌত করা যাবে না। চোখে মুখে মাথায় পানি দেয়া যাবে না। একদম নিষেধ। যেভাবে আছেন সেভাবে নিকটস্থ পুলিশ স্টেশনে যাবেন। একান্ত দরকার না হলে পানিও খাবেন না। অবশ্যই সময়ক্ষেপণ করা যাবে না।

[২] স্টেশন থেকে আপনাকে পুলিশ রিকুইজেশনে সরকারি হসপিটালে এভিডেন্স কালেক্ট এবং পরীক্ষার জন্য একজন এসআই এর সাথে করে পাঠানো হবে।

[৩] হসপিটালে ফিমেইল মেডিকেল অফিসার অথারাইজ রিকুইজিসন, পরীক্ষার জন্য ভিক্টিমের রিটেন কন্সেন্ট ( ভিক্টিমের বয়স ১২ এর নিচে হলে অভিভাবক রিটেন কনসেন্ট দিবেন) এবং একজন প্রাপ্ত বয়স্ক ফিমেইল এটেন্ডেটের উপস্থিতিতে ভিক্টিমের পরীক্ষা এবং এভিডেন্স কালেক্ট করবেন।

[৪] মেডিকেল অফিসার অপরাধ সংগঠনের তারিখ, স্থান, সময় এবং ভিক্টিম হতে বিস্তারিত বিবরণ এটেন্ডেটের উপস্থিতিতে লিপিবদ্ধ করবেন।

[৫] মিনিমাম ২ টা আইডেন্টিফিকেশন মার্ক নোট করবেন।

[৬] জেনারেল এক্সামিনেশনে ভিক্টিমের উচ্চতা, ওজন, বডি ডেভেলপমেন্ট, দাঁত এবং বডির নরমাল এক্সপোজ এরিয়াতে আঘাত যেমন , ঠোঁটে , কানে, গলায় বাইট মার্ক , জমাট বাঁধা রক্ত এক্সামিন করবেন এবং লিপিবদ্ধ করবেন।

[৭] সেকেন্ডারি সেক্সুয়াল ফিচার যেমন ব্রেস্ট , এক্সিলারি হেয়ার এবং পিউবিক হেয়ার এক্সামিন করবেন।

[৮] বডি পুরো এক্সপোজ করে প্রাইভেট পার্টস পরীক্ষা করবেন।

[৯] ভিক্টিমের সমস্ত পোশাক প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ করে সিলড করবেন।

[১০] ভিক্টিম এর বয়স ১৬ বা ১৬ এর আশেপাশে হলে বোন্স অসিফেকেশনের জন্য X-ray করতে হবে।

[১১] ৩ টা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ১ টা ফরেনসিক ল্যাবে, ১ পুলিশের কাছে এবং ১ টা মেডিকেল অফিসারের কাছে জমা দিতে হবে।

[১২] এভিডেন্স হিসেবে ভিক্টিমের মাথার ১০ টি চুল, পিউবিক হেয়ার, স্ক্র্যাপিং নেইল বেড টিস্যু, যে কোন ফরেন ম্যাটার/ পার্টিকেল , ব্লাড গ্রুপিং এর জন্য ৫ এমএল ব্লাড, DNA প্রোফাইলের জন্য ৫ এমএল ব্লাড , এলকোহল/ ড্রাগ স্ক্রিনিং / ভেনেরিয়াল ডিজিজের জন্য ৫ এমএল ব্লাড , এলকোহল/ ড্রাগ স্ক্রিনিং এর জন্য ইউরিন , সিক্রেটর গ্রুপিং এর জন্য স্যালাইভা ( এই জন্য পানি খেতে নিষেধ করেছিলাম) , বডির যেকোন সারফেস হতে বাইট মার্ক/ লিকিং/ সাক সোয়াব, যে কোন ভ্যাজাইনাল ডিসচার্জ, সিমেন / সিমেন স্টেইন, যে কোন এনাল ডিসচার্জ , জেনিটাল সোয়াব, কনডম , স্যানিটারি ন্যাপকিন, স্কিনের সয়েল্ড এরিয়ার সোয়াব, আন্ডার গার্মেন্টস, এবং ভ্যাজাইনাল এপিথেলিয়াল সেলের সোয়াব সর্বোচ্চ সতর্কতার সাথে সংগ্রহ করে সিলড করা জার এবং ব্যাগের মাধ্যমে CID এর ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে।

[১৩] এক্সামিনেশন এবং এভিডেন্স কালেক্ট করার প্রসেস দেখে নিশ্চয় বুঝতে পারছেন এইটা একটা খেলা। এই খেলায় আপনি যত সময়ক্ষেপণ করবেন ততো এভিডেন্স হারাবেন এবং দ্রুত হেরে যাবেন। আদালত আপনার কান্নাকাটি না দেখে এভিডেন্স দেখতে চাইবে , এভিডেন্স দেখে রায় দিবেন। ধর্ষণের ঘটনার সাথে সাথে অভিযোগ না জানলে কত শত এভিডেন্স হারাবেন আপনি ই চিন্তা করে দেখুন ? আপনি ১ মাস পর আসলে আমি আপনার শরীর থেকে কয়টা এভিডেন্স কালেক্ট করতে পারবো ,কয়টা ফরেনসিক ল্যাবে পাঠাতে পারবো ?

এইটা সময়ের খেলা এবং আপনাকে অবশ্যই এগিয়ে থাকতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়