শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ অক্টোবর সকাল থেকে শুরু হবে মেয়েদের ক্যাম্প

রাহুল রাজ: [২] করোনাভাইরাসের কারণে মাঠে নেই ফুটবল। ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই উপলক্ষ্যে করোনার মধ্যে ক্যাম্প আয়োজনের চেষ্টা করেছিলো ফেডারেশন। কিন্তুু বেশির ভাগ ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ক্যাম্প বাতিল করতে হয়। নির্বাচন শেষে দ্রুতই আবারো ফুটবল মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

[৩] বয়স ভিত্তিক মেয়েদের ক্যাম্প দিয়েই ফুটবলাঙ্গণ সরব হচ্ছে। অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-১৭ দু’টি টুর্ণামেন্টের জন্য ৩৩জন নারী ফুটবলারকে ক্যাম্পে ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে নারী ফুটবলাররা বাফুফে ভবনের ক্যাম্পে উঠবেন। শনিবার থেকে শুরু হবে তাদের অনুশীলন।

[৪] ক্যাম্পে ডাকা ৩০ জন ফুটবলারই নিজ নিজ এলাকায় করোনাভাইরাসের টেস্ট করিয়েছেন। সবার রিপোর্টই এসেছে নেগেটিভ। এছাড়াও কোচিং স্টাফ এবং বার্বুচিদেরও করানো টেস্ট করানো হয়েছে। তাদের সবার রিপোর্টও নেগেটিভ এসেছে। ক্যাম্পে উঠার পর আবারো সকলের করোনা টেস্ট করানো হতে পারে।

[৫] বাফুফে সূত্রে জানা গেছে, আগামী ১৩ থেকে ২১ মার্চ হবে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচ শুরু হবে। এজন্য মেয়েদর কোচ গোলাম রব্বানী ছোটন ১৮জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন। এছাড়াও অনূর্ধ্ব-১৭ দলের জন্য ক্যাম্পে ডাকা হয়েছে ১৫ জন ফুটবলঅরকে। ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই অনুষ্টিত হবে।

[৬] মেয়েদের ক্যাম্প শুরুর বিষয়টি নিশ্চিত করে নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন সাংবাদিকদের বলেন, ‘ফিফা, এএফসি এবং সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই ক্যাম্প হবে। যে কারণে আমরা ৩৩ জন খেলোয়াড় ডেকেছি। বৃহস্পতিবার থেকে মেয়েরা বাফুফে ভবনের ক্যাম্পে উঠবে। ১০ অক্টোবর সকাল থেকে শুরু হবে অনুশীলন। আমরা স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দিয়েই অনুশীলনের সব পরিকল্পনা সাজিয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়