কূটনৈতিক প্রতিবেদক: [২] সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেছেন, আমাদের যে গুরুত্ব কম, তাতে কোনো সন্দেহ নাই। মিয়ানমারের রেজিমের যে ধরন, কিছু সংঘাত ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান হবে না। তাই আমাদের আরেক ধাপ এগিয়ে চিন্তা করা প্রয়োজন।
[৩] বুধবার ‘সারাবাংলা ফোকাস’ অনুষ্ঠানে তিনি বলেন, মালাক্কা প্রণালীকে অ্যাভয়েড করা এবং বিকল্প পথের জন্য চীনের কাছে বঙ্গোপসাগরে প্রবেশ করা খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ভেতর দিয়েও সমুদ্রে প্রবেশ করার সামর্থ্য চীনের আছে। কিন্তু সেটা বহু দূরের পথ এবং সেই পথে চীনের কম উন্নত অঞ্চলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব।
[৪] চীনের সবচেয়ে উন্নত যে অঞ্চল, সেই অঞ্চলের সঙ্গে যোগাযোগ রেখে মিয়ানমারের মাধ্যমে বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে চীন। ফলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি সেখানে তাদের দুইটি পাইপলাইন আছে, কাজ চলছে। তাই চীন কখনই মিয়ানমারকে ছাড়তে রাজি হবে না।
[৫] আমাদের এখানে যারা ক্ষমতার এক্সসারসাইজ করেন, যারা সরকারের ভেতরে নিরাপত্তা নিয়ে কাজ করেন, তাদের ভাবতে হবে এই বিষয়ে।
[৬] আমরা যে বিকল্প চিন্তার কথা ভাবছি সেখানে মিলিটারি এলিমেন্ট অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। মিয়ানমার যদি আমাদের আকাশসীমা লঙ্ঘণ করে, তাহলে একবার ওয়ার্নিং, দ্বিতীয়বার যেন তার এয়ারক্রাফটটা ফেলে দেওয়া যায়, সেই সামর্থ্য ও সাহস বাংলাদেশের অর্জন করতে হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু