জাহাঙ্গীর লিটন: [২] সারাদেশে নারী ধর্ষণ-নিপীড়ন, হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছাত্র সমাজের উদ্যেগে জেলা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে গিয়ে রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা।
[৪] এসময় বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়াসহ নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান। এছাড়া আর কোনো ধর্ষণের ঘটনা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
[৫] বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, ধর্ষকদের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই স্লোগানে মুখরিত ছিল এসব শিক্ষার্থীরা। সম্পাদনা: জেরিন আহমেদ