শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ এ ফোন পেয়ে চরে আটকে যাওয়া মালবাহী কার্গো জাহাজ থেকে ৯ জনকে উদ্ধার

সুজন কৈরী : পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোনে মেঘনা নদী সংলগ্ন চাঁদপুরের মাজেরচরের হাইমচরে আটকে যাওয়া এম.ভি. আলাল শাহ নামক একটি মালবাহী কার্গো জাহাজকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশের লিগ্যাল, মিডিয়া এবং ট্রেনিং ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, জ্বালানী শেষ হয়ে যাওয়ায় মালবাহী কার্গো এম.ভি. আলাল শাহ চরে আটকে পরেছে এবং জাহাজটির ভেতরে থাকা লোকজন সঙ্কটাপন্ন ও বিপদগ্রস্ত। খবর পেয়ে নৌ পুলিশের নীলকমল স্টেশনের এসআই শফিউল্লাহ্ জাহাজে অবস্থানরত লোকের সঙ্গে কথা বলেন এবং জাহাজটির অবস্থানের বিষয়ে জানেন। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের সঙ্গে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দলও ঘটনাস্থলে পৌঁছায়। এরপর জাহাজটি থেকে জাহাজের মাস্টার, সুকানী ও খালাসসহ ৯ জনকে উদ্ধার করে নৌ পুলিশের সদস্যরা ডিগ্রির চর স্কুলে নিয়ে যান।

ফরিদা পারভীন জানান, প্রবল স্রোতের কারনে জাহাজটি কাঁত হয়ে পাশের ছিদ্রগুলো দিয়ে পানি ঢুকে যায়। ঢেউয়ের তোপে জাহাজটি এক সময় চরে আটকে যায়। বর্তমানে জাহাজটিতে তেল সরবরাহ করা হলেও চরে গভীরভাবে আটকে থাকার কারনে বের হতে পারছেনা। জাহাজটিকে আনলোড করে চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়