শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০২:৪৭ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কুলাউড়ায় ২৮ টি সংগঠনের মানববন্ধন

স্বপন দেব : [২] সিলেটের এমসি কলেজসহ দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে কুলাউড়ার বিভিন্ন সামাজিক সংগঠন।

[৩] ৭ অক্টোবর বুধবার দুপুরে স্টেশন চৌমুহনী এলাকায় উপজেলার ২৮ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন-সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধনে একাত্মতা পোষণ করে অবস্থান নেয়।

[৪] সম্মিলিত সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা সারাদেশে চলমান নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ও যৌন হয়রানির তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

[৫] নবীন সংগঠক হুমায়ুন কবির সাহান ও আশিকুল ইসলাম বাবু'র যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ক্রীড়া সংগঠক রবিউল আউয়াল মিন্টু, ব্যবসায়ী এইচডি রুবেল, সংগঠক নাজমুল বারী সোহেল প্রমুখ।

[৬] প্রতিবাদ সভায় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন, কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিম, কিন্ডার গার্টেন জুনিয়র স্কুল শিক্ষক সমিতি, হাসিখুশি রক্তদান সংস্থা, ট্রাভেলার্স অব কুলাউড়া, পালের মোড়া সেতু রক্ষণাবেক্ষণ কমিটি, আব্দুল বারী স্মৃতি সংঘের নেতৃবৃন্দ।

[৭] মানববন্ধন আয়োজনে অংশ নেয়া সংগঠন গুলো হচ্ছে কাদিপুর যুব সমাজ, কুলাউড়া মুক্ত স্কাউটস গ্রুপ, অভিলক্ষ্য কুলাউড়া, নিরাপদ চিকিৎসা চাই, আলোর পাঠশালা, সোশ্যাল কেয়ার অব নেশন, প্লাটুন টুয়েলভ, রাইজিং স্টার ক্লাব, রক্তদান সামাজিক সংগঠন হিংগাজিয়া, ইসলাহুল উম্মাহ পরিষদ, প্রয়াস, নিরাপদ স্বাস্থ্য রক্ষা সামাজিক সংগঠন, ব্রাইট কুলাউড়া, রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন, খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া, একটিভ বয়েস কুলাউড়া, কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা, নবারুন, কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন, কুলাউড়া রক্তদান সংগঠন, কুলাউড়া শান্তি পরিষদ, কালেরকণ্ঠ শুভ সংঘ কুলাউড়া। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়