শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে স্যান্ডেলের তলায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার-১

ইফতেখায়ের আলম: [২] আরএমপি বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ অষ্টোবর) বিকেলে শিরোইল এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।

[৩] আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

[৪] বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার পুলিশের এসআই মো. আ. মতিন, বাস টার্মিনাল পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই নাসির উদ্দিন, এএসআই মো. সেলিম শাহাজাদাসহ একটি টিম বোয়ালিয়া মডেল থানার শিরোইল বাস টার্মিনাল এলাকার জনৈক আজিজুল হক জীবন এর অস্থায়ী পানের দোকানের সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে।

[৫] এসময় ৫০ গ্রাম হেরোইন ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবুল কালাম আজাদ কালাম (৩৪) কে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত কালাম চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার আটরশিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত সাগর আলীর ছেলে।

[৬] বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, মাদক ব্যবসায়ী কালাম সুদূর চাঁপাইনবাবগঞ্জ হতে তার ব্যবহৃত ডান পায়ের স্যান্ডেলের তলায় ইয়াবা ট্যাবলেট এবং বাম পায়ের স্যান্ডেলের তলায় হেরোইন নিয়ে অভিনব কায়দায় রাজশাহী হয়ে ঢাকায় উদ্দেশ্যে যাচ্ছিলেন যাত্রী বেশে।

[৭] মাদক ব্যাবসায়ী তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ হতে উক্ত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট গুলো ক্রয় করে লোকাল বাস যোগে শিরোইল বাস টার্মিনালে নেমে ঢাকাগামী বাসে ঢাকায় যাওয়ার জন্য অবস্থান করছিল। আসামি ঢাকার চান্দুরায় বর্ণিত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রয় করবে বলে গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী স্বীকার করে পুলিশের কাছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়