শিরোনাম

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পেঁয়াজ আসছে বিকল্প ১৩ দেশ থেকে, অক্টোবরের শেষে কাটবে সংকট

শরীফ শাওন: [২] দেশগুলো থেকে সমুদ্রপথে ৭ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে ব্যবসায়ীরা। মিয়ানমার, চীন ও পাকিস্তান থেকে মঙ্গলবার পর্যন্ত এসেছে ১ হাজার ৭৮ টন। বাকি দেশগুলোর পেঁয়াজ চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে আসবে।

[৩] আমদানিকারক ওকেএম ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক অসিয়র রহমান বলেন, মিয়ানমার থেকে পেঁয়াজ এনেছি, পাকিস্তান থেকেও আসছে। তবে অনেক আমদানিকারক দুবাই, মিসর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ জাহাজীকরণ করেছে।

[৪] চট্টগ্রাম উদ্ভিদ সংগনিরোধ দপ্তরের উপপরিচালক ড. আসাদুজ্জামান বুলবুল বলেন, সেপ্টেম্বরের প্রথম ১৪ দিন পর্যন্ত পেঁয়াজ আমদানির সনদ নিয়েছেন ৯ হাজার ৬১ হাজার টন। ধীরে ধীরে ছাড়পত্র নেওয়ার সংখ্যা বাড়ছে।

[৫] খাতুনগঞ্জের আড়তদার মোহাম্মদ ইদ্রিস বলছেন, বাজারে ভারতীয় পেঁয়াজের মজুদ এখন শেষদিকে। নতুন দেশের পেঁয়াজ আসতে শুরু করায় বাজার নতুন করে বাড়েনি কিন্তু চাহিদা অনুযায়ী বাজারে পেঁয়াজ পৌঁছানো নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়