শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে চলছে রাষ্ট্রীয় অনাচার: রিজভী

শাহানুজ্জামান টিটু: [২] ধর্ষণ বন্ধ এবং ধর্ষণকারীদের বিচার দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকে কারো কোনো নিরাপত্তা নেই। অবৈধ সরকার ও অনাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

[৩] রুহুল কবির রিজভী বলেন, সিলেটের এমসি কলেজে নারী ধর্ষণের ঘটনায় প্রমাণিত হয় যেন আদিম যুগ ফিরে এসেছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলছে প্রলাপ। তারা বিএনপিকে দোষারোপ করছে।

[৪] রিজভী বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগ অর্থ পাচার, লুটপাট আর দুর্নীতির সাথে জড়িত। এখন ধর্ষণের ঘটনায় আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিদের বক্তব্য শুনে মনে হচ্ছে আসলে তারা ইতরের দল। আমরা কোন দেশে বাস করছি? পাকিস্তান আমলেও এ ধরনের ঘটনা ঘটেছে কি না জানি না। কিন্তু এখন ঘটছে।

[৫] তিনি বলেন, সরকার একটা অপকর্ম দিয়ে আরেকটি ঢাকার চেষ্টা করছে। এখন উলফার সাথে বিএনপি জামায়াত জড়িত থাকার খবর রটানো হচ্ছে। এর দ্বারা জনগণের দৃষ্টি ভিন্নদিকে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতের সাথে সরকারের স্বামী-স্ত্রীর যে সম্পর্ক তা অটুট রাখতে এসব করছে।

[৬] রিজভী বলেন, ধর্ষকদের শাস্তি হয় না। কারণ তারা তো ছাত্রলীগ করে। সরকারের সোনার ছেলে তারা। আপনারা দেখবেন বুয়েটের মেধাবী ছাত্র আবরারের হত্যাকারীদের জেলখানায় রাখা হয় জামাই আদরে। পরীক্ষার জন্য সুযোগ দেয় হয়। আর আমাদের (বিএনপি) নেতাকর্মীদেরকে জেলখানায় দেয়া ইটের বালিশ।

[৭] মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়