শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার দাবিতে শিক্ষক সমাবেশ

শরীফ শাওন: [২] বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি বলেন, বঙ্গবন্ধুর শিক্ষানীতির আলোকে শিক্ষাকে দ্রুত জাতীয়করণ করতে হবে। আমরা এ দাবি নিয়ে আর রাজপথে নামতে চাই না। আগামীকাল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করা হবে। তিন আমাদের প্রণোদনা দিয়েছেন, ৫ শতাংশ ইনক্রিমেন্ট দিয়েছেন। কুচক্রি মহলের ষড়যন্ত্রে সেখান থেকে ৪ শতাংশ কর্তন করা হয়, যা ফেরত দেয়ার দাবি জানাই।

[৩] সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জাব্বার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বক্তাদের মধ্যে আরও ছিলেন, সমিতি’র মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স, যুগ্ন-মহসচিব মনসুর ইকবালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

[৪] সমাবেশে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের প্রায় ৯৫ শতাংশের ধারক ও বাহক বেসরকারি শিক্ষকগণ। আমরা অনলাইনে প্রায় ৭৫ শতাংশ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অথচ আমরাই মনবেতর দিন যাপন করতে বাধ্য হচ্ছি।

[৫] বক্তারা আরও বলেন, করোনার কারণে অভিভাবকরা বেতন দিতে না পারায় নন এমপিও শিক্ষকরা বিদ্যালয় থেকে কিছুই পাচ্ছেন না। জীবন বাঁচাতে কেউ রাজমিস্ত্রী, কেউ সবজি বিক্রি ও অনেকে ফেরি করে সংসার চালাচ্ছেন। অনেকে দেনায় জর্জরিত হয়ে ভিটেমাটি বিক্রি করার অবস্থায় আছেন। প্রাইভেট টিউশনিও সম্পুর্ণ বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়