শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম কোতোয়ালীতে পেশাদার ৮ জন ছিনতাইকারী গ্রেফতার

রাজু চৌধুরী: [২] এসময় তাদের কাছ থেকে ০১টি অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল, ০৬ টি টিপ ছোরা ও ০১টি চাপাতি উদ্ধার করে পুলিশ।

[৩] পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পুরাতন রেলস্টেশন সংলগ্ন গণশৌচাগারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী।

[৪] গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার বানিয়ারচর ফকির বাড়ীর দেলোয়ার হোসেনের ছেলে মো. বদিউল আলম ওরফে বদি (২৬), কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর মোল্লাবাড়ির কামাল হোসেনের ছেলে মো.মামুন (২২), একই জেলার দেবিদ্বার থানার শাহীতলা আমানী বাড়ীর মো. শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান(২৩), মুরাদনগর থানার সোবাহান মাস্টারের বাড়ীর ছিদ্দিকুর রহমানের ছেলে মো. সোহেল (২৫)। নগরীর হালিশহর থানার ঈদগাঁহ বড় পুকুর পাড়ে আব্দুল কাদেরের ছেলে মো. তারেক(২৭), সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের মোশারফ হোসেনের ছেলে আসিফ হোসেন ওরফে সাকিব (২০), চট্টগ্রামের বাঁশখালী থানার জলদি আর্চায্য পাড়ার গ্রামের শধু দত্তের ছেলে রিপন দত্ত (২০) ও পটিয়া থানার হাইদগাঁও চন্দনপাড়া গ্রামের নেপাল দাশের ছেলে জুয়েল দাশ(২৬।

[৫] কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসীন জানান, আটককৃত ছিনতাইকারীরা স্টেশন রোডসহ আশেপাশের এলাকায় ছিনতা্ই করে বেড়ায়। এদের মধ্যে বদির বিরুদ্ধে ৩ টি, মামুনের বিরুদ্ধে ২টি, জুয়েলের বিরুদ্ধে ১টি, সাকিবের বিরুদ্ধে ৩টি, ও রিপন দত্তের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এই মামলাগুলোর অধিকাংশ মাদক ও অস্ত্র মামলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়